রাজ্যে একটি সিমেন্ট কারখানা এবং বন্দর গড়তে চায় বিনানি গোষ্ঠী। এ ছাড়া পরিকাঠামো ক্ষেত্রেও লগ্নিতে আগ্রহী তারা। মঙ্গলবার শিল্পমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে দেখা করে এ কথা জানিয়েছেন গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর জয়ী ঘোষ।
১০ হাজার কোটি টাকার এই গোষ্ঠী পশ্চিমবঙ্গ নিয়ে আগ্রহ দেখানোয় শিল্প দফতরের তরফেও তাদের সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি লগ্নিকারীদের আস্থা যে-অটুট তা এর থেকে প্রমাণিত। এ রাজ্যে লগ্নিতে আগ্রহী সংস্থাকে সরকার সব রকম সাহায্য করবে।’’
রাজ্যে চারটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল গড়েছে বিনানি গোষ্ঠীর একটি সংস্থা। সংস্থার মুখপাত্র সুকান্ত বর্ধন জানান, ‘‘আমাদের লগ্নি সারা বিশ্বে ছড়িয়ে। এ বার পশ্চিমবঙ্গের জন্য বড়সড় পরিকল্পনা নেওয়া হচ্ছে।’’