Advertisement
১৮ মে ২০২৪

সিমেন্ট কারখানা কেনা নিয়ে আদালতে বিড়লা পরিবার

বিড়লা কর্পোরেশনের রিলায়্যান্স সিমেন্ট অধিগ্রহণ করাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার অভিযোগ দায়ের করলেন বিড়লা পরিবারের কিছু সদস্য।

সংবাদ সংস্থা
কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৬ ০২:৪০
Share: Save:

বিড়লা কর্পোরেশনের রিলায়্যান্স সিমেন্ট অধিগ্রহণ করাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার অভিযোগ দায়ের করলেন বিড়লা পরিবারের কিছু সদস্য। তাঁদের অভিযোগ, অনিল অম্বানীর ওই সিমেন্ট সংস্থাকে হর্ষ লোঢা পরিচালিত বিড়লা কর্প সম্প্রতি কিনেছে পরিবার কিংবা আদালতের অনুমতি না-নিয়ে।

বিড়লা পরিবারের তরফে আইনজীবী পি চিদম্বরম বলেন, লোকসানে চলা ওই সিমেন্ট ব্যবসা অধিগ্রহণ করায় এম পি বিড়লা এস্টেট-এর স্বার্থ ক্ষুণ্ণ হবে। অথচ বিড়লা এস্টেট নিয়ে এখনও আইনি জট কাটেনি। সেটি আদালত নিযুক্ত স্পেশাল অফিসারদের নিয়ন্ত্রণে। বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি ওঠে।

প্রসঙ্গত, প্রয়াত এমপি বিড়লার স্ত্রী প্রিয়ংবদা বিড়লা উইল করে তাঁর সম্পত্তি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আর এস লোঢাকে দিয়ে যান বলে দাবি ছিল লোঢার। এই নিয়েই লোঢার সঙ্গে আইনি লড়াই শুরু হয় বিড়লা পরিবারের। আর এস লোঢা মারা গেলে তাঁর ছেলে হর্ষ লোঢা এম পি বিড়লা গোষ্ঠীর দায়িত্ব নিলেও আইনি বিতর্ক এখনও মেটেনি। হর্ষের পক্ষে তাঁর আইনজীবীর পাল্টা দাবি, এস্টেটের অর্থে ওই অধিগ্রহণ করা হয়নি। বিড়লা কর্পের নিজস্ব অর্থ ও অন্যান্য সূত্র থেকে ওই ৪,৮০০ কোটি টাকা মেটানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

birla cement business court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE