সিআইআইয়ের নয়া কর্তা সুমিত মজুমদার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
চলতি ২০১৫-’১৬ অর্থবর্ষের জন্য বণিকসভা সিআইআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সুমিত মজুমদার। তিনি টিআইএলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। এ শহরের সেন্ট জেভিয়ার্স কলেজের স্নাতক সুমিত -বাবু এম বি এ করেছেন টেক্সাসের স্যাম হাউসটন স্টেট ইউনিভার্সিটি থেকে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম।
ঋণনীতির আগে বাড়ল সেনসেক্স
সংবাদ সংস্থা • মুম্বই
রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি পর্যালোচনার একদিন আগে, সোমবার সেনসেক্স উঠল ২৪৪.৩২ পয়েন্ট। দাঁড়াল ২৮,৫০৪.৪৬ অঙ্কে। এ দিন ডলারে টাকার দামও ৩০ পয়সা বেড়েছে। দিনের শেষে প্রতি ডলারের দর দাঁড়ায় ৬২.১৯ টাকা। বিশেষজ্ঞদের মতে, শীর্ষ ব্যাঙ্ক ফের সুদ কমাতে পারে, এই আশাতেই চাঙ্গা হয় বাজার। তবে, অনেকে সুদ কমার ভরসায় না-থেকে শেয়ার বেচে মুনাফা তুলে নেন। ফলে শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও মাঝে সেনসেক্স অনেকটা নামে। পরে অবশ্য মূলত ওষুধ, ভোগ্যপণ্য ও কিছু আবাসন সংস্থার শেয়ার দর বাড়ায় তা চাঙ্গা হয়। আমেরিকার ওষুধ সংস্থার সঙ্গে একটি মামলা আপসে মীমাংসার জন্য চুক্তি করায় শুধু সান ফার্মার দরই বাড়ে ৮.৩৪%।
নিখরচায় অ্যাপ
গ্রাহকদের জন্য বিনামূল্যে পছন্দ মতো অ্যাপ্লিকেশন (অ্যাপ) ডাউনলোডের সুবিধা আনল এয়ারটেল। এই ‘এয়ারটেল জিরো’ প্রকল্পে নেটে তথ্য আদান-প্রদানের খরচ বইবে অ্যাপ তৈরির সংস্থাগুলি। যে-সব সংস্থা নিজেদের অ্যাপ এ ভাবে গ্রাহকদের কাছে আরও বেশি পৌঁছে দিতে চায়, তাদের ওই ব্যবস্থায় নথিভুক্ত হতে হবে।
পেনশনে আধার
সব অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মীদের ঝঞ্ঝাট এড়িয়ে পেনশন পাওয়ার জন্য ব্যাঙ্কে আধার নম্বর নথিভুক্ত করাতে বলল কর্মী সংক্রান্ত মন্ত্রক। পারিবারিক পেনশন-প্রাপকদেরও একই আর্জি জানানো হয়েছে। লক্ষ্য, নভেম্বরে লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার আগেই বিষয়টি সম্পন্ন করা।