ইন্টারনেট ভিত্তিক পণ্য-পরিষেবা দেওয়ার সঙ্গে যুক্ত কর্মীদের (গিগ ওয়ার্কার) সামাজিক সুরক্ষার ব্যবস্থা করল বাজেট। শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, এই ধরনের প্রায় ১ কোটি কর্মীর জন্য আনা হবে বিশেষ প্রকল্প। পাশাপাশি, তাঁদের পরিচয়পত্র (আইডেন্টিটি কার্ড) দেবে কেন্দ্র। ওই সমস্ত কর্মীর নাম নথিভুক্ত করা হবে ই-শ্রম পোর্টালেও। ফলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন তাঁরা। যার মধ্যে রয়েছে পিএম জন আরোগ্য যোজনার অধীনে স্বাস্থ্য পরিষেবা।
অতিমারির পর থেকে দেশে ই-কমার্স, অ্যাপে খাবার অর্ডার দেওয়া, ট্যাক্সি ডাকা, চটজলদি জিনিসপত্র কেনার (কুইক কমার্স) মতো ইন্টারনেট ভিত্তিক পরিষেবার প্রসার বেড়েছে। লক্ষ লক্ষ মানুষ এই সমস্ত ক্ষেত্রে কাজে যোগ দিয়েছেন। অথচ সেই অর্থে তাঁদের কোনও সামাজিক সুরক্ষা নেই। ফলে বিভিন্ন মহল থেকে সেই ব্যবস্থা করার দাবি উঠছিল। বাজেটে তা-ই পূর্ণ করেছেন নির্মলা। তিনি বলেন, নতুন প্রজন্মের কাজের ছবি তুলে ধরেন অনলাইন প্ল্যাটফর্মগুলির এই কর্মীরা। তাঁদের অবদানকে মান্যতা দিতেই পরিচয়পত্র দেওয়া এবং ই-শ্রমে নথিভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে শ্রম সংগঠন এবং উপদেষ্টা সংস্থাগুলি। ভারতীয় মজদুর সঙ্ঘের দাবি, এতে গিগ কর্মীরা মান্যতা পাবেন। আসবেন সামাজিক সুরক্ষার আওতায়। এই সিদ্ধান্তে শ্রমবিধির সঙ্গে সামঞ্জস্য বাড়ল বলে মত ডেলয়েট ইন্ডিয়ার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)