Advertisement
E-Paper

সম্মেলন শহরে

শুধুই পুঁজি ঢালা নয়। রাজ্যে স্টার্ট-আপ বা সদ্য তৈরি সংস্থার সঙ্গে শিল্পমহল ও উদ্যোগ-পুঁজি সংস্থার সেতু তৈরি করে দিতে নতুন মঞ্চ তৈরি করছে ক্যালকাটা এঞ্জেল্‌স নেটওয়ার্ক বা ক্যান। চলতি মাসেই কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ‘স্টার্ট-আপ ইস্ট ২০১৬’ সম্মেলন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৭

শুধুই পুঁজি ঢালা নয়। রাজ্যে স্টার্ট-আপ বা সদ্য তৈরি সংস্থার সঙ্গে শিল্পমহল ও উদ্যোগ-পুঁজি সংস্থার সেতু তৈরি করে দিতে নতুন মঞ্চ তৈরি করছে ক্যালকাটা এঞ্জেল্‌স নেটওয়ার্ক বা ক্যান। চলতি মাসেই কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ‘স্টার্ট-আপ ইস্ট ২০১৬’ সম্মেলন। ক্যানের প্রেসিডেন্ট সিদ্ধার্থ পাসারি জানান, এই মঞ্চে নিজেদের ভাবনা-চিন্তা ও বাণিজ্যিক পরিকল্পনা তুলে ধরবে ৪৫টি সংস্থা। যা পছন্দ হলে, তখনই পুঁজির প্রতিশ্রুতি দেবে অনুষ্ঠানে উপস্থিত উদ্যোগ-পুঁজি সংস্থাগুলি।

Calcutta Angels Network Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy