ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি বিমা, মিউচুয়াল ফান্ড, সংস্থার শেয়ারের উপরে ডিভিডেন্ড ইত্যাদি খাতে দাবিহীন অবস্থায় পড়ে থাকা টাকা তার প্রাপকদের ফেরাতে প্রচার অভিযান শুরু করল কেন্দ্র। শনিবার গান্ধীনগরে ‘আপকি পুঁজি, আপকি অধিকার’ শীর্ষক ওই প্রকল্পের উদ্বোধন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানেই তিনি জানান, বিভিন্ন বিনিয়োগ মাধ্যমে পড়ে ১.৮৪ কোটি টাকার সম্পদ, যার দাবিদার পাওয়া যায়নি। ‘ইনভেস্টর্স এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ডে’ রয়েছে দাবিহীন ১৭২ কোটি শেয়ার।
অনুষ্ঠানে উপস্থিত আর্থিক বিষয়ক সচিব এম নাগারাজুর দাবি, ৭৫,০০০ কোটি টাকা পড়ে (গত অগস্ট পর্যন্ত) রিজ়ার্ভ ব্যাঙ্কের ‘ডিপজ়িটর্স এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ডে’ (ডিএএএফ)। একই ভাবে দাবিহীন অবস্থায় পড়ে বিমায় ১৩,৮০০ কোটি টাকা, ডিভিডেন্ড খাতে ৯০০০ কোটি ও ফান্ডে ৩০০০ কোটি টাকা। উল্লেখ্য, কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ বছর বা তার বেশি সময় ধরে লেনদেন না হলে তাতে জমা থাকা টাকা পাঠিয়ে দেওয়া হয় ডিএএএফ-এ। অন্য দিকে বিমা, ডিভিডেন্ড, মিউচুয়াল ফান্ড, পেনশন তহবিল ইত্যাদিতে নির্দিষ্ট সময় ধরে দাবিহীন অবস্থায় পড়ে থাকা টাকা জমা পড়ে আইইপিএফ-সহ নির্দিষ্ট তহবিলে জমা পড়ে। ওই টাকার প্রাপকেরা সেই টাকা দাবি করে ফেরত পেতে পারেন।
সংশ্লিষ্ট মহলের দাবি, বহু মানুষ খবরই রাখেন না তাঁর প্রাপ্যের। এটা সচেতনতার অভাব। অথচ সেই টাকা হাতে এলে অনেকের জীবন উন্নত হতে পারে। নির্মলা জানান, ওই সব দাবিহীন অর্থ তার ন্যায্য প্রাপককে দিতে দেশ জুড়ে প্রচার চালানো হবে। কারণ, সেটা লগ্নিকারীর অধিকার। প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে হবে শিবির। টাকা ফেরতের প্রচার ছাড়াও অন্য ব্যবস্থা গ্রহণ করবেন কর্তৃপক্ষেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)