আর তিন চার লাইনের ঠিকানা নয়। এ বার ই-মেল কিংবা ইউপিআই আইডির মতো ছোট ভার্চুয়াল ঠিকানা চালুর পথে কেন্দ্র। এই নিয়ে ডাক বিধি ২০২৩-এ একটি সংশোধনীও এনেছে ডাক বিভাগ। যাতে যে কোনও ঠিকানাকে একটি ডিজিটাল কোড দিয়ে বর্ণনা করা যাবে। সেই কোড পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে ভাগ করে নিলে তারাই নির্দিষ্ট ঠিকানা দেখতে পাবে। এই প্রযুক্তির নাম রাখা হয়েছে ‘ডিজিটাল হাব ফর রেফারেন্স অ্যান্ড ইউনিক ভার্চুয়াল অ্যাড্রেস’ বা ‘ধ্রুব’। সূত্রের খবর, সেটি ঠিকানার বিকল্প (প্রক্সি) হিসেবে কাজ করবে। ফলে যে কেউ সহজে ঠিকানা পাবে না। মূলত, অনলাইনে ডেলিভারি ও পরিষেবা প্রদানের সংখ্যা অনেকটা বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত।
এর আগে ডাক বিভাগের তরফ থেকে ‘ডিজি-পিন’ চালু করা হয়েছে। যা পুরোনো পিন কোডের বদলে ব্যবহার করা হয়। সেই প্রযুক্তির আরও বিস্তারিত ব্যবহার হল এই নতুন ঠিকানা প্রক্সি। ডাক বিভাগের দাবি, এই প্রযুক্তি ব্যবহার করলে সুরক্ষা ও গোপনীয়তা বাড়বে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)