Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এনবিএফসি নিয়ন্ত্রণে কড়া বার্তা

গত অগস্টে আইএল অ্যান্ড এফএসের সমস্যা সামনে আসার পর দেখা যায় যে, ওই ধরনের সংস্থাগুলির ব্যবসা সম্পর্কে প্রকাশিত তথ্যের যথেষ্ট অভাব রয়েছে। গর্গ বলেন, ‘‘আইএল অ্যান্ড এফএসের সমস্যা সামনে আসার পর আমরা ওই ধরনের সংস্থাগুলি কাকে ঋণ দিচ্ছে, কী ভাবে ঋণ দিচ্ছে, তহবিল সংগ্রহের পদ্ধতির বিষয়ে তথ্য জানার চেষ্টা করি।

মুম্বই
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ০৩:৫৬
Share: Save:

ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফসিগুলিকে নিয়ন্ত্রণের জন্য কড়া আইন চালু করা প্রয়োজন। আজ এনবিএফসি নিয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গ।

গত অগস্টে আইএল অ্যান্ড এফএসের সমস্যা সামনে আসার পর দেখা যায় যে, ওই ধরনের সংস্থাগুলির ব্যবসা সম্পর্কে প্রকাশিত তথ্যের যথেষ্ট অভাব রয়েছে। গর্গ বলেন, ‘‘আইএল অ্যান্ড এফএসের সমস্যা সামনে আসার পর আমরা ওই ধরনের সংস্থাগুলি কাকে ঋণ দিচ্ছে, কী ভাবে ঋণ দিচ্ছে, তহবিল সংগ্রহের পদ্ধতির বিষয়ে তথ্য জানার চেষ্টা করি। কিন্তু দৈনিক ভিত্তিতে তো নয়ই, এমনকী মাসিক লেনদেনের সব তথ্যের হদিসও সঠিক ভাবে পাওয়া যায়নি।’’ আইএল অ্যান্ড এফএসের সমস্যার কথা জানার পর দেখা যায়, কেবল সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করার উপযুক্ত আইনেরই অভাব রয়েছে তা নয়, ফাঁক রয়েছে বিভিন্ন তথ্য প্রকাশের বাধ্যবাধকতার ক্ষেত্রেও, মন্তব্য গর্গের। তিনি জানান, ‘‘ওই সব তথ্য কী ভাবে নিয়মিত প্রকাশের ব্যবস্থা করা যায়, তার জন্য আইন তৈরির ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা শুরু করেছে কেন্দ্র।’’

অবশ্য গর্গ এ-ও বলেন যে, এমন কোনও আইন বাঞ্ছনীয় নয়, যা শিল্পের অগ্রগতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। নতুন আইন তৈরির সময়ে বিষয়টি তাঁরা মাথায় রাখবেন।

সংবাদ সংস্থা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Central Government NBFC Law
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE