ভারতের বাজারে প্রথম বার শেয়ার ছেড়ে টাকা তোলার (আইপিও) জোয়ার এসেছে। এ বছর এখনও পর্যন্ত প্রায় ৮৪টি সংস্থা আইপিও ছেড়েছে। সোমবার বণিকসভা সিআইআইয়ের সভায় এ নিয়ে সতর্ক করলেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা অনন্ত ভি নাগেশ্বরন। জানালেন, বিশেষত নতুন সংস্থা (স্টার্ট-আপ) গড়তে প্রাথমিক স্তরে যে সব লগ্নিকারী পুঁজি ঢালেন, তাঁরাই আইপিও-তে অংশীদারি বেচে সংস্থা থেকে হাত ঝেড়ে ফেলছেন। এটি স্বল্প মেয়াদে লাভের প্রবণতা। ব্যাহত করছে স্বতস্ফূর্ত শেয়ার লেনদেনের মূল উদ্দেশ্যকে।
এআইসিএআইয়ের পূর্বাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান অনির্বাণ দত্ত বলেন, ‘‘আইপিও-র মাধ্যমে প্রথমিক লগ্নিকারীরা বেরিয়ে যাওয়ায় নতুন সংস্থার বাকি অংশীদার এবং সাধারণ লগ্নিকারীরা ঝুঁকির মধ্যে পড়ছেন। তাই স্টার্ট আপের আইপিও-তে লগ্নি করার সময় সংস্থার ভবিষ্যৎ এবং সম্ভাব্য আর্থিক উন্নতি যাচাই করে নেওয়া জরুরি।’’ বিশেষজ্ঞ বিনয় আগরওয়াল বলেন, ‘‘স্টার্ট আপগুলিতে উন্নতির সম্ভাবনায় পুঁজি ঢালেন প্রাথমিক লগ্নিকারীরা। তাই তাঁদের লগ্নিতে বড় ঝুঁকি থাকে। সম্ভাবনা বাস্তবায়িত না হলে ক্ষতি গুনতে হয়।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)