পশ্চিমবঙ্গে লগ্নি টানতে তাইল্যান্ডে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এ বছর ব্রিটেনে যাচ্ছেন বলেও জানালেন তিনি।
বুধবার বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের প্রথম দিনে আন্তর্জাতিক বিষয়ে আলোচনার সময় তাইল্যান্ডের উপ-রাষ্ট্রদূত থিরাপথ মঙ্গকলাভিনের সংক্ষিপ্ত বক্তব্য শেষে মুখ্যমন্ত্রী জানান, তিনি আগে একবার সে দেশে গিয়েছেন। তবু আবার যেতে চান। এ জন্য উপ-রাষ্ট্রদূতকে সেখানে একটি বাণিজ্য সম্মেলন আয়োজনের প্রস্তাবও দেন। মমতার কথায়, “আমি ওখানে আগে গিয়েছি। আবার যেতে চাই। কোনও শিল্প সম্মেলনের আয়োজন করুন। আমি যাব। ওখানে আমার কয়েকজন আত্মীয়ও থাকেন।’’
মুখ্যমন্ত্রী এ দিন থাই খাবারের ভূয়সী প্রশংসা করে বলেছেন, এ রাজ্যের বহু জায়গাতেই তা পাওয়া যায়। এই প্রসঙ্গে উল্লেখ করেছেন দার্জিলিং এবং মোমোর কথাও। অনুষ্ঠানের পরে থিরাপথের বক্তব্য, মুখ্যমন্ত্রীকে অবশ্যই আমন্ত্রণ জানানো হবে। কিন্তু সেটা কবে কিংবা কখন, তা এখন বলা সম্ভব নয়। এত তাড়াতাড়ি কিছুই ঠিক হয়নি। তবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাঁর বার্তা, বিষয়টি যথাযথ জায়গায় জানানো হবে।
এ দিন মমতা জানিয়েছেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধে তিনি ব্রিটেনে যাবেন। কয়েক দিন সেখানে থাকবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে আমন্ত্রণ জানিয়েছে। কলকাতায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিংকেও ওই সময় সে দেশে একটি শিল্প সম্মেলন আয়োজন করার কথা খতিয়ে দেখতে বলেন। রাজ্যে লগ্নি টানতে তাঁর এই সমস্ত বার্তা নিয়ে এ দিন প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে বিদেশি প্রতিনিধিদের।
সম্মেলনে মমতা ব্রিটেন ও জার্মানির প্রতিনিধিদের উদ্দেশে ফের কলকাতা-ইউরোপ সরাসরি উড়ান চালুর প্রস্তাব দেন। বোঝান, কেন এই রুটে অন্তত একটি উড়ান প্রয়োজন। ফ্লেমিং-এর আশ্বাস, ব্রিটিশ এয়ারওয়েজ়ের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষের আলেচনা চলছে। শীঘ্রই ইতিবাচক কিছু হতে পারে। নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বক্তব্যে শোনা গিয়েছে তাঁর সে দেশ সফরের অভিজ্ঞতার কথা। সেখান থেকে লগ্নি আসার কথাও বলেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)