হিন্ডেনবার্গ কাণ্ডে আদানি গোষ্ঠীকে অভিযোগমুক্ত করেছে ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। এই প্রেক্ষিতে আজ কংগ্রেসের বক্তব্য, আদানিদের বিরুদ্ধে যে ২২টি বিষয়ের উপরে সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দিয়েছিল, তার মধ্যে মাত্র দু’টিতে রিপোর্ট প্রকাশ হয়েছে। বাকিগুলি এখনও চূড়ান্ত হওয়া বাকি। তা ছাড়া এই ‘কেলেঙ্কারির’ যে রকম ব্যাপকতা, তাতে সেবির পক্ষে তদন্তের সমস্ত দিক ধরা সম্ভব নয়। ফলে আরও গভীর তদন্ত প্রয়োজন। বিরোধী দলটির আরও দাবি, তারা অতীতে যে ১০০টি প্রশ্ন তুলেছিল সেগুলি সম্পর্কে এখনও নিরুত্তর সেবি-সহ সংশ্লিষ্ট সমস্ত পক্ষ। উল্লেখ্য, আদানিদের সঙ্গে মোদী সরকারের নাম জড়িয়ে ‘মোদানি কাণ্ড’ নাম দিয়ে ‘হম আদানি কে হ্যায় কওন’ শীর্ষক ১০০টি প্রশ্ন তুলেছিল কংগ্রেস। আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এবং বিজেপি অবশ্য বরাবরই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিল। আজ শেয়ার বাজারের পতন সত্ত্বেও শিল্প গোষ্ঠীটির সংস্থাগুলির শেয়ার দর বিপুল বেড়েছে। সমস্ত সংস্থার শেয়ার সম্পদ বেড়েছে প্রায় ৬৯,০০০ কোটি টাকা।
আজ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক বিবৃতিতে দাবি করেছেন, প্রচার দেখে মনে হচ্ছে আদানিরা যেন সমস্ত অভিযোগ থেকে মুক্তি পেয়েছে। আদতে সুপ্রিম কোর্ট যে ২২টি অভিযোগের তদন্ত করতে বলেছিল, তার মধ্যে দু’টিতে ছাড় দিয়েছে সেবি। তিনি লিখেছেন, ‘‘২০২৩ সালের ২ মার্চ হিন্ডেনবার্গ কাণ্ডের তদন্ত করে দু’মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য সেবিকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। একাধিক বার সেই সময়সীমা বাড়ানোর পরে দু’বছর সাত মাসের মাথায় মাত্র দু’টি বিষয়ের উপরে বাজার নিয়ন্ত্রক নির্দেশিকাজারি করেছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)