চলতি অর্থবর্ষের প্রথমার্ধে দেশে প্রথাগত জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন কমেছে। তার ফলে কয়লার চাহিদাও ৪% কমেছে বলে জানিয়েছেন কয়লা মন্ত্রকের সচিব বিক্রম দেব দত্ত। তবে তাঁর দাবি, বছরের দ্বিতীয়ার্ধে পরিস্থিতির পরিবর্তন হবে।
সম্প্রতি কলকাতায় মাইনিং, জিয়োলজিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল ইনস্টিটিউট আয়োজিত খনি সম্মেলন এবং প্রদর্শনীর উদ্বোধন করে সচিব জানান, দেশে কয়লার চাহিদা কমেছে। ফলে খনি মুখে এবং বিদ্যুৎ সংস্থাগুলির কাছে প্রচুর কয়লা জমে রয়েছে। গত অর্থবর্ষে দেশে ১০০ কোটি টন কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা গিয়েছে। এর মধ্যে কোল ইন্ডিয়া উৎপাদন করেছে ৭৮.১০ কোটি টন। চলতি অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির লক্ষ্য ৮৭.৫০ কোটি টন। কোল ইন্ডিয়া জানিয়েছে, এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের জন্য ১৬,০০০ কোটি টাকা লগ্নি করবে তারা।
সচিব জানান, দেশে কোল এক্সচেঞ্জ চালুর খসড়া নিয়ম নভেম্বর মাসের মধ্যেই প্রকাশ করা হবে। তার পরে এটি পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কোনও একটি বেসরকারি সংস্থাকে। কয়লা লেনদেনে দক্ষতা বাড়ানোই এর উদ্দেশ্য।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)