জিএসটি-র স্তর কমানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণায় আশায় বুক বেঁধেছে প্রায় সব শিল্প ক্ষেত্র। এই প্রস্তাব কার্যকর হলে মূলত ফ্রিজ়-টিভি-এসি-র মতো দীর্ঘমেয়াদি ভোগ্যপণ্যের মতো বেশ কিছু পণ্যে কর কমার সম্ভাবনা। এই পরিস্থিতিতে মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলির সংগঠন আইসিইএ-র দাবি, বর্তমানে মোবাইল অত্যাবশ্যক পণ্য হয়ে দাঁড়িয়েছে। তাই তাতে জিএসটি ৫ শতাংশে নামানো হোক। এখন যা ১৮%। পাশাপাশি, এর কিছু যন্ত্রাংশে ১২% কর বসে। সংগঠনের দাবি, এতে এক দিকে যেমন ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য পূরণ হবে, তেমনই মোবাইলের দামও সাধ্যের মধ্যে থাকবে। মোবাইল ও যন্ত্রাংশে বিবিধ কর হ্রাসের একই দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হস্তক্ষেপের আর্জি জানিয়ে চিঠি পাঠিয়েছে সংগঠনটি।
এ দিকে, জিএসটি-র হার কমলে দেওয়ালির আগে এসি, ফ্রিজ বা টিভি-র দাম ২৫০০-৩০০০ টাকা পর্যন্ত কমতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বর্তমানে এই ধরনের পণ্যে ২৮% কর বসে। তা কমে ১৮% হলে ক্রেতার অনেকটাই সুরাহা হবে বলে ধারণা। গোদরেজ অ্যাপ্লায়্যান্সের বিজ়নেস হেড কমল নন্দী জানান, দেশের মাত্র ৯%-১০% মানুষের কাছে এসি বা মাইক্রোওয়েভ রয়েছে। কর কমলে আরও অনেকে সেগুলি কিনতে পারবেন। পাশাপাশি, গত ত্রৈমাসিকে দীর্ঘমেয়াদি ভোগ্যপণ্য সংস্থাগুলির প্রত্যেকটিরই মোটা অঙ্কের ব্যবসা হারিয়েছে। এই অবস্থায় কর কমে বিক্রি বাড়লে বাড়লে তা ভোগ্যপণ্য শিল্পের আর্থিক হাল ফেরাতে সাহায্য করবে বলে মনে করেন ব্লু স্টারের এমডি বি ত্যাগরাজন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)