উৎসব এবং আসন্ন শীতের মরসুমে ব্যস্ত রুটে বিমানের ভাড়া যাতে লাগামছাড়া হারে বৃদ্ধি না পায়, সে জন্য দেশের উড়ান সংস্থাগুলির উপর কড়া নজরদারি চালাচ্ছে বিমান পরিবহণ কর্তৃপক্ষ ডিজিসিএ। তাদের নির্দেশ, প্রতিটি সংস্থা যেন যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উড়ান পরিষেবার সংখ্যা বাড়ায়। যাতে টিকিটের দাম বিপুল হারে না বেড়ে যায়। প্রসঙ্গত, উৎসব উপলক্ষে উড়ান টিকিটের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তার দাম মাত্রাছাড়া হওয়ার প্রবণতা নিয়ে এর আগে বহু অভিযোগ উঠেছে।
ডিজিসিএ জানিয়েছে, এ জন্য বিভিন্ন গন্তব্যে যাত্রীদের মধ্যে পরিষেবার চাহিদা কী হারে বাড়ছে তাতে নজর রাখবে তারা। পাশাপাশি দেখা হবে বিমান সংস্থাগুলি কোন পথে কত সংখ্যক উড়ান চালাচ্ছে। কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রক রবিবার জানিয়েছে, উৎসবের মরসুমের আগে উড়ান সংস্থাগুলির বিভিন্ন ক্ষেত্রে টিকিটের দাম খতিয়ে দেখেছে ডিজিসিএ। তা নিয়ন্ত্রণে রাখতে চাহিদা বেশি থাকার সময় তারা কী হারে ভাড়া নিচ্ছে এবং কেমন সংখ্যায় উড়ানের পরিষেবা বাড়াচ্ছে, তার উপরেও কড়া নজর রাখবে।
অতিরিক্ত চাহিদার কথা মাথায় রেখে আসন্ন শীতের মরসুমে ইন্ডিগো ৪২টি ক্ষেত্রে ৭৩০টি, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ২০টি ক্ষেত্রে ৪৮৬টি এবং স্পাইস জেট ৩৮টি ক্ষেত্রে ৫৪৬টি অতিরিক্ত উড়ান চালাবে বলে ঘোষণা করেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)