E-Paper

উত্তরপ্রদেশে ডিসপ্লে চিপ তৈরির কারখানা, ৩৭০৬ কোটির প্রকল্প পেল কেন্দ্রের অনুমোদন

প্রতি মাসে মোবাইল, ল্যাপটপ এবং গাড়ির জন্য ৩.৬ কোটি ডিসপ্লে চিপ তৈরির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি, তৈরি করা সম্ভব মাসে ২০,০০০ ওয়েফার-ও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ০৮:৩১
দেশে ছ’নম্বর সেমিকনডাক্টর প্রকল্প হবে।

দেশে ছ’নম্বর সেমিকনডাক্টর প্রকল্প হবে। —প্রতীকী চিত্র।

উত্তরপ্রদেশে ডিসপ্লে চিপ কারখানা তৈরির জন্য ফক্সকন এবং এইচসিএল-এর যৌথ উদ্যোগকে সায় দিল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৩৭০৬ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন পেয়েছে। জেওয়ারে এই কারখানাটি ২০২৭ সালে চালু হবে হবে বলে এ দিন সাংবাদিক বৈঠকে জানান তথ্য-সম্প্রচারণ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এখানে প্রতি মাসে মোবাইল, ল্যাপটপ এবং গাড়ির জন্য ৩.৬ কোটি ডিসপ্লে চিপ তৈরির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি, তৈরি করা সম্ভব মাসে ২০,০০০ ওয়েফার-ও।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক্স-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘সেমিকনডাক্টর ক্ষেত্রে ভারতের অগ্রগতি অব্যাহত। উত্তরপ্রদেশে এই ইউনিট বৃদ্ধি ও উদ্ভাবনে গতি আনবে। তরুণ প্রজন্মের সামনে কাজের সুযোগ খুলবে।’’ যদিও এ নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছেন বিরোধীরা। দাবি, ২০২৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে প্রকল্প চালু করতে চায় কেন্দ্র। যে ভাবে অসমে পরের বছর ভোটের আগে সেখানে টাটা গোষ্ঠীর
সেমিকনডাক্টর কারখানায় কাজ শুরুর কথা বলা হয়েছে। উত্তরের রাজ্যটির জন্য সেই পথেই এগোচ্ছে সরকার।

মন্ত্রীর দাবি, এটি দেশে ছ’নম্বর সেমিকনডাক্টর প্রকল্প। যা বৈদ্যুতিন শিল্পে ভারতকে অনেকটাই এগিয়ে দেবে। এখানে কাজ পাবেন ২০০০ জন। কেন্দ্রের সেমিকনডাক্টর মিশনের অধীনে বিভিন্ন সংস্থাকে ৭৬,০০০ কোটি টাকার সাহায্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই সুবিধা পাবে প্রকল্পটি। উল্লেখ্য, ভারতে আই ফোন তৈরি করে তাইওয়ানের সংস্থা ফক্সকন। বেদান্তের সঙ্গে মিলে গুজরাতে সেমিকনডাক্টর কারখানা তৈরির সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু তা সফল হয়নি। মন্ত্রীর আশা, এ বারের প্রকল্প সফল হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Chips Foxconn HCL Technologies

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy