মার্কিন মুলুকে এ বছরের শেষে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে— এই আশঙ্কা গ্রাস করল ভারতের মুদ্রা বাজারকেও। যার আঘাতে বৃহস্পতিবার ৪১ পয়সা পিছলে গিয়েছে ডলারের সাপেক্ষে টাকার দাম। বিদেশি মুদ্রার বাজার বন্ধের সময় এক ডলার গিয়ে দাঁড়িয়েছে ৬৬.৯৪ টাকায়। প্রায় তিন মাসের মধ্যে এতটা পড়তে দেখা যায়নি টাকাকে। আর এ দিন তা যেখানে এসে দাঁড়িয়েছে সেটাও তিন সপ্তাহে ন্যূনতম। এর আগে ২১ সেপ্টেম্বরও ডলারে টাকার দাম পড়ে গিয়েছিল। এবং দিনের শেষে গিয়ে দাঁড়িয়েছিল ৬৬.৯৪ টাকায়।