ভারত, চিনের উপরে ফের পাল্টা শুল্ক চাপানোর হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে এক অনুষ্ঠানে তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার আগেই তাঁকে বলেছেন, ভারত যদি শুল্ক চাপায় আমেরিকাও সেই হারে তা বসাবে। তিনি বলেন, ‘‘এত দিন তা (পাল্টা শুল্ক চাপানো) করা হয়নি। কিন্তু এ বার সে জন্য তৈরি হচ্ছে প্রশাসন।’’
সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে বাণিজ্য চুক্তির ঘোষণা করেছেন মোদী। বাণিজ্য উপদেষ্টা জিটিআরআই-এর মতে, পুরোদস্তুর চুক্তি না করে দুই দেশের শুল্ক ব্যবস্থা ঢেলে সাজানো উচিত। সে ক্ষেত্রে ভারত কিছু পণ্যকে চিহ্নিত করে তাতে শুল্ক শূন্যে নামাক। আমেরিকারও উচিত একই সংখ্যক পণ্যে শুল্ক তোলা। এতে বাণিজ্য চুক্তির তুলনায় কম ছাড় দিতে হবে। ভারতের শুল্ক কমানোর পথে হাঁটা উচিত বলে মন্তব্য করেছেন নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যমও। তবে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের দাবি, দু’দেশের ঘোষিত বাণিজ্য চুক্তি হবে ‘সবার সেরা’ (মাদার অব অল ডিল্স)।
জিটিআরআই-এর বক্তব্য, ভারতের উচিত আমেরিকা থেকে আসা প্রায় ৯০% শিল্পপণ্যে শুল্ক কমানো। আর তার আলোচনা শেষ করা দরকার এপ্রিলের আগেই (তখন থেকেই আমেরিকার শুল্ক চাপার কথা)। তাদের যুক্তি, এই ভাবে শুল্ক কমানো বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের বিরোধী ঠিকই। কিন্তু এতে চুক্তির তুলনায় কম ক্ষতি হবে। কারণ চুক্তি করলে ভারতকে অনেক ছাড় দিতে হবে। এতে দেশেরই ক্ষতি। গয়ালের অবশ্য দাবি, প্রস্তাবিত চুক্তি দু’দেশকে এক সঙ্গে কাজের সুযোগ করে দেবে। শীঘ্রই আলোচনা শুরু হবে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)