মাঝে সামান্য নরম হয়েছিল সুর। চিনের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার দরজা খোলা, বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার পরেই ফের ছড়াল আমেরিকা-চিন শুল্ক যুদ্ধের উত্তাপ। সুর পাল্টে ট্রাম্পের হুমকি, এখানেই থামতে চান না তিনি। মোট ১৫ হাজার কোটি ডলারের শুল্ক চাপাতে চান চিনা পণ্যের উপরে। যার মধ্যে ইতিমধ্যেই বসেছে ৫,০০০ কোটি। মার্কিন শুল্কের জবাবে যে ভাবে পাল্টা কর বসিয়েছে চিন, তাতে তাদের ‘উচিত শিক্ষা’ দিতে এ বার আমেরিকার লক্ষ্য সে দেশের পণ্যে বাড়তি ১০ হাজার কোটি ডলার আমদানি শুল্ক বসানো। চুপ থাকেনি চিনও। জানিয়েছে, পাল্টা ব্যবস্থা নেবে তারা। চালিয়ে যাবে লড়াই।
শুক্রবার ট্রাম্প বলেন, ‘‘অন্যায় আচরণ শুধরে নেওয়ার বদলে চিন আমাদের কৃষক ও উৎপাদনকারীদের ক্ষতি করার পথ বেছেছে। তাদের এই অনৈতিক পাল্টা আঘাতের কারণেই বাণিজ্য প্রতিনিধিদের নির্দেশ দিয়েছি বাড়তি শুল্ক বসানোর বিষয়টি খতিয়ে দেখতে। সিদ্ধান্ত পাকা হলে ঠিক হবে কোন পণ্যে তা চাপানো হবে।’’
ট্রাম্পের হুমকিতে এ দিন বাণিজ্য যুদ্ধের মেঘ আরও ঘন হয় বিশ্ব জুড়ে। বিশেষত চিন যেখানে পাল্টা আঘাতের হুমকি দিয়েও রেখেছে। ভারতে শেয়ার বাজার সামান্য উঠলেও, দিনভর ছিল অস্থির। সব সূচক নেমেছে ইউরোপে। এশিয়ার কিছু দেশেও ধাক্কা লেগেছে।