Advertisement
০৭ মে ২০২৪
Amazon

অবসরে বাড়তি আয়ের সুযোগ দিচ্ছে আমাজন

এ বার থেকে আপনিও হতে পারেন আমাজনের ‘ফ্লেক্স্‌-ডেলিভারি’ পার্টনার।

আমাজনের ‘ফ্লেক্স্‌-ডেলিভারি’ পার্টনার হতে পারেন আপনিও।

আমাজনের ‘ফ্লেক্স্‌-ডেলিভারি’ পার্টনার হতে পারেন আপনিও।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুন ২০১৯ ১০:৫৬
Share: Save:

বাড়ির কাজ, পড়াশোনা সামলেও হাতে কিছুটা সময় বেঁচে যায়? অবসরে ইচ্ছা করে কিছু বাড়তি উপার্জনের? মার্কিনি বহুজাতিক সংস্থা আমাজন আপনার সেই স্বপ্নেরই বাস্তব রূপ দিতে চলেছে খুব শীঘ্রই।

এ বার থেকে আপনিও হতে পারেন আমাজনের ‘ফ্লেক্স্‌-ডেলিভারি’ পার্টনার।এর জন্য আপনাকে দিনে করতে হবে চার ঘন্টা কাজ এবং প্রতি ঘণ্টা কাজের জন্য আপনার পারিশ্রমিক ১২০ থেকে ১৪০ টাকা। প্রতি সপ্তাহে বুধবার করে অনলাইন ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে মিলবে এই টাকা।

শুধু তাই নয় কর্মচারীদের জন্য থাকছে ৫ লাখ টাকা পর্যন্ত বিমার সুবিধা। কম সময়ে দ্রুত পরিষেবার জন্যই আমাজনের এই নতুন পদক্ষেপ। এর আগে আমেরিকা, জার্মানি, জাপান, সিঙ্গাপুর এবং ইউরোপে এই পরিষেবা চালু হলেও ভারতে এই প্রথমবার।

কী ভাবে যুক্ত হবেন আমাজনের এই নতুন পদক্ষেপের সঙ্গে?

প্লে স্টোর থেকে আমাজন ফ্লেক্স অ্যাপটি ডাউনলোড করুন প্রথমে। তার পর নির্ধারিত ধাপ অনুসরণ করে রেজিস্টার করুন আপনার নাম এবং পরিচয়। এর পর আপনার পছন্দমত যে জায়গায় আপনি জিনিস পৌঁছে দিতে পারবেন,তা বেছে নিন। আপনি যদি নির্বাচিত হন সে ক্ষেত্রে হাতে কলমে কাজ শেখানোর জন্য আপনাকে ডেকে নেবেন আমাজন কর্তৃপক্ষ। মনে রাখবেন পরিচয়পত্র এবং বাড়ির ঠিকানার প্রমাণ এক্ষেত্রে প্রয়োজনীয়।

দেশ জুড়ে বেকার সমস্যার সমাধানে আমাজনের এই নতুন উদ্যোগ নতুন দিশা দেখাবে বলেই আশাবাদী কোম্পানির ভাইস প্রেসিডেন্ট অখিল সাক্সেনা।

আরও পড়ুন: টাটা স্কাই নিয়ে এল নতুন প্যাক ‘রুম টিভি সার্ভিস’,কী থাকবে এই প্যাকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amazon Amazon delivery Amazon Flex Tech
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE