প্রস্তাব ছিল হাওড়া ডাক এলাকার ১০টি ডাকঘর বন্ধ হবে। শেষ পর্যন্ত আটটির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিল ডাক বিভাগ। বুধবার নির্দেশিকায় তারা জানিয়েছে, জাগৃতি, পাঁচলা বাজার, দেবেন্দ্র গাঙ্গুলি রোড, রস রোড, কাউস ঘাট রোড, হাওড়া ভিসি মিল, এ রোড বামুনগাছি এবং গোয়াবেরিয়া শাখা ডাকঘরকে ১৫ জুনের মধ্যে নিকটবর্তী ডাকঘরের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে।
সিদ্ধান্ত কার্যকরের পাশাপাশি, এ ব্যাপারে ব্যাপক প্রচার ও সচেতনতা কর্মসূচি নিতে চলেছে ডাক বিভাগ। যদিও এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে ডাক কর্মী ও গ্রাহকদের মধ্যে। কর্মী সংগঠনের অভিযোগ, সংযুক্তি ও স্থানান্তরের নামে রাজ্যে বহু ডাকঘর বন্ধ হবে। পাঁচলা বাজারের এক গ্রাহকবলেন, ‘‘আমার ডাকঘর যুক্ত হচ্ছে হাওড়া প্রধান ডাকঘরের সঙ্গে। ফলে পরিষেবা নিতে দূরে যেতে হবে।’’ ডাক বিভাগ সরকারি ভাবে কিছু না বললেও সূত্রের খবর, দেশজুড়েই এমন পদক্ষেপ করা হচ্ছে।
প্রতিবাদে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছে ডাক কর্মী সংগঠনগুলির যৌথমঞ্চ। ডাক বিভাগ সূত্রের খবর, হাওড়া ডাক এলাকা ওয়েস্ট বেঙ্গল সার্কলের দক্ষিণবঙ্গ অঞ্চলে পড়ে। এই অঞ্চলে ৪০-৫০টি ডাকঘর বন্ধ হতে চলেছে। উত্তরবঙ্গ অঞ্চলেরও বেশ কয়েকটি রয়েছে তালিকায়। তালিকায় রয়েছে কলকাতার ১৫টি ডাকঘর। ডাক কর্মী সংগঠনের হুঁশিয়ারি, যে ডাকঘরগুলি মিশিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে অবস্থান বিক্ষোভ জোরদার করা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)