ভারতে কারখানা গড়ার প্রস্তাব কার্যত খারিজই করে দিলেন টেসলার কর্ণধার ইলন মাস্ক!
ভারতের বাজারে কবে টেসলার বৈদ্যুতিক গাড়ির দেখা মিলবে, তা নিয়ে মাঝে মধ্যেই টুইটারে চর্চা চলে। আগ্রহীরা সরাসরি মাস্কের কাছে জানতে চান সেই প্রক্রিয়া কত দূর। কিন্তু আগে কারখানা গড়ে গাড়ি তৈরি, নাকি আমদানি করে গাড়ি বাজারে বিক্রির পর কারখানা, সেই জটেই বারবার আটকে যায় আলোচনা।
এ বারেও ভারতে টেসলার কারখানার বিষয়টি জানতে চেয়েছিলেন এক ব্যক্তি। জবাবে মাস্ক লিখেছেন, ‘‘যেখানে আমরা গাড়ি বিক্রি এবং পরিষেবার অনুমতি পাব না, সেখানে উৎপাদনের জন্য কারখানা তৈরি করব না।’’ তিনি অবশ্য সরাসরি ভারতের নাম উল্লেখ করেননি। তবে সংশ্লিষ্ট মহলের বক্তব্য, কারখানা তৈরির প্রাথমিক শর্ত হিসেবে মাস্ক যে সমস্ত সুবিধা চান, তা পূরণ না হলে যে ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়বেন না তা এই টুইটে স্পষ্ট।