মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থা ‘স্টারলিঙ্ক’-এর ইন্টারনেট ব্যবহার করতে প্রতি মাসে খরচ হবে কত টাকা? জল্পনার মধ্যেই এই সংক্রান্ত তথ্য প্রকাশ করল সংবাদ সংস্থা ‘প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া’ বা পিটিআই। তাদের প্রতিবেদন অনুযায়ী, উচ্চ গতির ওই ইন্টারনেট পরিষেবার সুবিধা পেতে প্রতি মাসে গ্রাহককে দিতে হবে তিন হাজার টাকা। তবে প্রাথমিক ভাবে এটি যে সকলেই ব্যবহার করতে পারবেন, এমনটা নয়।
পিটিআই জানিয়েছে, এ দেশে ইন্টারনেট পরিষেবার ব্যবসা শুরু করার সময়ে ২০ লক্ষ ব্যবহারকারীর কাছে পৌঁছোনোর পরিকল্পনা করছে স্টারলিঙ্ক। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সংশ্লিষ্ট পরিষেবাকে নিয়ে যাবে তারা। কারণ সেখানে ঐতিহ্যবাহী ব্রডব্যান্ড নেটওয়ার্ক খুবই দুর্বল। ভারতে স্টারলিঙ্কের ইন্টারনেটের গতিবেগ ২৫ এমবিপিএস থেকে ২২০ এমবিপিএসের মধ্যে ঘোরাফেরা করবে বলে সূত্র মারফত মিলেছে খবর।
আরও পড়ুন:
সম্প্রতি এ ব্যাপারে মুখ খোলেন কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী পেম্মাসানি চন্দ্রশেখর। তিনি জানিয়েছেন, এ দেশে ইন্টারনেট পরিষেবা চালু করার ব্যাপারে মাস্কের সংস্থাকে ইতিমধ্যেই সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। এর জন্য পৃথিবীর নিম্নকক্ষ থাকা একগুচ্ছ কৃত্রিম উপগ্রহ ব্যবহার করবে স্টারলিঙ্ক। চন্দ্রশেখর অবশ্য মনে করেন, জিয়ো, এয়ারটেল বা বিএসএনএলের মতো বিদ্যমান টেলি অপারেটরদের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে না মাস্কের সংস্থা। বরং তাদের পরিপূরক হিসাবে কাজ করবে স্টারলিঙ্ক।
বর্তমানে শহর বা আধা শহর এলাকাগুলিতে জিয়ো এবং এয়ারটেলের মতো বিদ্যামান টেলি অপারেটরদের পরিকাঠামো বেশ মজবুত। মাস্কের সংস্থা এ দেশে পরিষেবা দেওয়া শুরু করলে তাদের ব্যবসাতেও আসতে পারে বড় বদল। চলতি বছরের শেষের দিকে স্টারলিঙ্ক ভারতের মাটিতে পা রাখবে বলে মনে করা হচ্ছে। যদিও সংস্থার তরফে সুনির্দিষ্ট করে কোনও তারিখ ঘোষণা করা হয়নি।
সূত্রের খবর, ভারতের মাটিতে পা দেওয়ার মুখে আগাম বরাত নেওয়া শুরু করবে মাস্কের স্টারলিঙ্ক। এই পরিষেবার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনতে খরচ হবে ৩৩ হাজার টাকা।