বহু দিন ধরেই টেসলার বৈদ্যুতিক গাড়ি নিয়ে ভারতের মতো সম্ভাবনাময় বাজারে পাড়ি জমাতে মুখিয়ে ছিলেন ইলন মাস্ক। সূত্রের খবর, অবশেষে মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে খুলছে এ দেশে সংস্থার প্রথম বিপণি। আগামী সপ্তাহে (১৫ জুলাই) অভিষেক। জানা গিয়েছে, যাত্রা শুরুর অনুষ্ঠানে বাছাই করা ব্যক্তিত্ব আমন্ত্রিত।
মোদী সরকারের সঙ্গে মাস্কের আলাপ-আলোচনা চলছিল। আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকও হয়। তবে জল্পনা সত্ত্বেও কারখানা তৈরির জন্য এ দেশকে বেছে নেননি আমেরিকার এই ধনকুবের। সংশ্লিষ্ট মহলের দাবি, ভারতে ৪০ হাজার ডলারের কম দামি গাড়ি আমদানি করলে ৭০% শুল্ক বসে। দাম তার বেশি হলে ১০০%। এ নিয়ে আপত্তি তুলেছিলেন মাস্ক। কিন্তু তার পরেও আমদানির গাড়িই বিক্রি করতে হাজির হচ্ছেন দেশে চাহিদা বৃদ্ধির বিপুল সুযোগ দেখে। সূত্র জানাচ্ছে, প্রথম দফার গাড়ি ইতিমধ্যেই এসে পৌঁছেছে। শুরুতে এখানে মডেল ‘ওয়াই’ বিক্রি করবে তারা।
গত মাসে টেসলা ইন্ডিয়া মুম্বইয়ে পাঁচ বছরের জন্য লোঢা লজিস্টিক্স পার্কে ২৪,৫৬৫ বর্গ ফুটের গুদাম লিজ়ে নিয়েছে। শিল্পের দাবি, খরচ কমিয়ে মুনাফা বাড়াতে ভবিষ্যতে কারখানা গড়বে কি না, সময় বলবে। তবে তেমন সম্ভাবনার ইঙ্গিতেই চটেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা দেন, ওই সিদ্ধান্ত যদি ভারতের চড়া শুল্ক এড়াতেও নেওয়া হয়ে থাকে, তবু সেটা আমেরিকার প্রতি অন্যায়। মাস্ক অবশ্য শুল্কে ছাড় চেয়েছিলেন। তবে কেন্দ্র জানায়, শুধু টেসলার জন্য নীতি বদলাবে না। এ দেশের আইন এবং শুল্ক নীতির লক্ষ্য বিশ্বের সমস্ত বৈদ্যুতিক গাড়ি নির্মাতাকে উৎসাহ দেওয়া। একাংশ মনে করাচ্ছে, এমন সময় টেসলা ভারতে আসছে, যখন ইউরোপ-চিনের বাজারে বিক্রি কমছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)