ভারতের বাজারে আমেরিকার লগ্নিকারী সংস্থা জেন স্ট্রিটের লেনদেনে নিষেধাজ্ঞা চাপিয়েছিল নিয়ন্ত্রক সেবি। এর বিরুদ্ধে আদালতে মামলা করল সংস্থাটি। সেবি-র অভিযোগ ছিল, দেশের বাজারে শেয়ারের দামে কারচুপি করেছে জেন স্ট্রিট। বেআইনি পথে মুনাফা লুটেছে। সংস্থাটিকে ৪৮৪৩ কোটি টাকার মুনাফা ফেরাতে নির্দেশ দেয় তারা। সূত্রের দাবি, এখনও পর্যন্ত কোনও বিদেশি লগ্নিকারী সংস্থার বিরুদ্ধে এটি সেবি-র সবচেয়ে কড়া পদক্ষেপ। উল্লেখ্য, ২০০০ সালে তৈরি জেন স্ট্রিট ৪৫টি দেশের বাজারে শেয়ার কেনাবেচা করে।
বেআইনি লেনদেনের অভিযোগ তুলে জুলাইয়ে জেন স্ট্রিটের উপরে নিষেধাজ্ঞা চাপানোর সময় সেবি ২১ দিনের মধ্যে তাদের উত্তর দিতে বলেছিল। তবে সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। উল্টে নিষেধাজ্ঞার নির্দেশের বিরুদ্ধেই সেবি-র আপিল আদালতে (স্যাট) মামলা করেছে জেন স্ট্রিট। সেখানে আমেরিকার সংস্থাটি দাবি, অভিযোগ অসত্য প্রমাণের জন্য যে নথি তাদের চাই, সেগুলি সেবি দিচ্ছে না। স্যাট যেন নথি দেওয়ার নির্দেশ দেয়। সেগুলি মামলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে এক সূত্র। সেবি অবশ্য এ নিয়ে কোনও প্রশ্নের উত্তর দেয়নি। জবাব দিতে অস্বীকার করেছে জেন স্ট্রিট-ও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)