Advertisement
E-Paper

বিডিএল থেকে মাজ়গাঁও ডক, অস্থির বাজারও ১৫% বাড়ল প্রতিরক্ষা স্টক, কারণ জানলে চমকে যাবেন

শেয়ার বাজার অস্থির হলেও লাফিয়ে বেড়েছে প্রতিরক্ষা সংস্থাগুলির শেয়ারের দাম। বুধবার, ১৯ ফেব্রুয়ারি, এতে ১৫ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৭

—প্রতীকী ছবি।

দিনভর অস্থির শেয়ার বাজার। কিন্তু, তার মধ্যেই লাফিয়ে বাড়ল প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থাগুলির স্টকের দর। বুধবার, ১৯ ফেব্রুয়ারি সর্বাধিক বৃদ্ধি পায় গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের শেয়ারের দাম। ১৪.৯ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির স্টক। ফলে বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) এর দাম ১,৪০০ টাকা ছাপিয়ে গিয়েছে।

অস্ত্র নির্মাণকারী সংস্থাগুলির শেয়ারের দাম বৃদ্ধির নেপথ্যে প্রতিরক্ষা সচিবের একটি মন্তব্যকে দায়ী করেছে অধিকাংশ ব্রোকারেজ ফার্ম। সোমবার, ১৭ ফেব্রুয়ারি তিনি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফ়ডিআই) নীতিতে আরও শীথিলতা আনবে সরকার। এ ছা়ড়া প্রতিরক্ষা শিল্পের লাইসেন্স প্রক্রিয়াকে সহজ করার প্রতিশ্রুতি দিতেও শোনা যা তাঁকে। তাঁর ওই মন্তব্যের পরই হু হু করে বাড়তে থাকে অস্ত্র নির্মাণকারী সংস্থাগুলির শেয়ারের সূচক।

ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, এ দিন ডেটা প্যাটার্নসের স্টকের দর ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই ভাবে ভারত ডায়নামিক্স এবং জ়েন টেকনোলজ়িসের শেয়ার যথাক্রমে ৯.১ এবং ১০ শতাংশ দামি হয়েছে। এই তিন সংস্থার এক একটি স্টকের দাম দাঁড়িয়েছে ১,৬৩১ টাকা, ১,১০২ টাকা এবং ১,০৬৮.৬৫ টাকা। ডিসিএক্স সিস্টেমস এবং মাজ়গাঁও ডক শিপবিল্ডার্সের শেয়ার দিনের মধ্যে সর্বোচ্চ দরের ক্ষেত্রে রেকর্ড অঙ্ক ছুঁয়ে ফেলে বলে জানা গিয়েছে।

আর্থিক বিশ্লেষকদের দাবি, আগামী দিনে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল), ভারত ডায়নামিক্স লিমিটেড (বিডিএল), ভারত ইলেকট্রনিকস এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্সের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির আরও বেশি পরিমাণ প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের বরাত পাবে। ফলে এই সংস্থাগুলির স্টকের দর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তা ছাড়া সাম্প্রতিক প্রতিরক্ষা সংস্থার শেয়ারের প্রতি লগ্নিকারীদের উৎসাহ বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে নরেন্দ্র মোদী সরকারের ‘আত্মনির্ভর ভারত’-এর ডাকে সাড়া দিয়ে বহু নতুন সংস্থা প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে নেমেছে। এতে উপকৃত হচ্ছে দেশের অর্থনীতি।

ব্রোকারেজ ফার্মগুলি জানিয়েছে, প্রতিরক্ষা স্টকে বিনিয়োগ করে ৪০০ শতাংশ পর্যন্ত লাভ করেছেন বিনিয়োগকারীরা। এতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়তে এই লাভের অঙ্ক আরও বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে। বর্তমানে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিতে জোর দিয়েছে কেন্দ্র। এর প্রভাবও শেয়ার বাজারের উপর পড়ছে বলে জানা গিয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Stock Market Sensex Nifty Mazagon Dock Shipbuilders share price garden reach shipbuilders Stock
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy