Advertisement
E-Paper

এক সপ্তাহে দাম বাড়ল ১২ হাজার কোটি! ভান্ডারে মজুত হলুদ ধাতুর বাজারদর জানাল আরবিআই

সোনার বাজারমূল্য বৃদ্ধি পাওয়ায় দামি হয়েছে রিজার্ভ ব্যাঙ্কে মজুত হলুদ ধাতুও। এই বছরের প্রথম চার মাসে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণমূল্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:৪১
Representative Picture

—প্রতীকী ছবি।

বিশ্ব বাজারে স্বর্ণমূল্যের রকেটগতি! প্রতি দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। দেশের অভ্যন্তরেও দেখা গিয়েছে একই ছবি। ফলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের হাতে মজুত থাকা সোনার দরও হয়েছে ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় ব্যাঙ্কে জমা থাকা সোনার দাম এক সপ্তাহে প্রায় ১২ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।

চলতি বছরের ১১ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে মজুত থাকা স্বর্ণভান্ডার সংক্রান্ত তথ্য প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক। সেখানে বলা হয়েছে, গত এক সপ্তাহে জমা থাকা হলুদ ধাতুর দাম ১১ হাজার ৯৮৬ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে আরবিআইয়ের কাছে মজুত থাকা সোনার মোট মূল্য দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৮ হাজার ৪৯৬ কোটি টাকা।

সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে রিজার্ভ ব্যাঙ্কে মজুত সোনার মূল্য প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী অনিশ্চয়তার কারণে সোনার সঞ্চয় বৃদ্ধি করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। কারণ একে অনেক বেশি নিরাপদ বলে মনে করা হয়। সাম্প্রতিক সময়ে ডলারের অবমূল্যায়ন লক্ষ্য করা গিয়েছে। ফলে আগামী দিনে সোনা কেনার পরিমাণ আরবিআই বাড়াবে বলেই মনে করছেন আর্থিক বিশ্লেষকেরা।

চলতি বছরের প্রথম চার মাসে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্সে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে সোনার দাম। বছর থেকে তারিখের (ইয়ার টু ডেট) নিরিখে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে হলুদ ধাতুর দর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে কেন্দ্র করে দিন দিন তীব্র হচ্ছে আমেরিকা ও চিনের বাণিজ্য যুদ্ধ। স্বর্ণমূল্যের রকেটগতির নেপথ্যে একে অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করেছেন আর্থিক বিশ্লেষকেরা।

রবিবার, ২০ এপ্রিল, কলকাতায় হলমার্ক যুক্ত গয়না সোনার (পড়ুন ২২ ক্যারেট) প্রতি ১০ গ্রামের দাম পৌঁছোয় ৯১ হাজার ৫৫০ টাকায়। সমপরিমাণ খুচরো পাকা সোনার দর ৯৬ হাজার ৩০০ টাকায় ঘোরাফেরা করছে। হলুদ ধাতুর দাম এ ভাবে ঊর্ধ্বমুখী থাকায় বিয়ের মরসুমে মাথায় হাত পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের।

Reserve bank of India Gold Reserve Gold Price Today Multi Commodity Exchange
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy