আর ফ্লিপকার্ট, ক্রোমা বা অ্যামাজ়ন নয়। এ বার সরাসরি গুগ্লের দোকান থেকে কেনা যাবে কৃত্রিম মেধাভিত্তিক পিক্সেল স্মার্টফোন। মিলবে স্মার্টঘড়ি ও ইয়ারবাড্সের মতো গ্যাজেটও। ভারতের বাজারে ব্যবসা বাড়াতে অনলাইন স্টোর চালু করল এই বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট। সেখান থেকে পণ্য কিনতে ‘স্টোর ডট গুগ্ল ডট কমে’ লগ ইন করতে বলা হয়েছে।
চলতি বছরের ২৯ মে এ দেশে অনলাইন স্টোর চালু করে সংশ্লিষ্ট মার্কিট টেক জায়ান্ট সংস্থা। এই নিয়ে সংবাদমাধ্যমের কাছে বিবৃতি দিয়েছেন গুগ্ল ইন্ডিয়ার ডিভাইস অ্যান্ড সার্ভিসেস শাখার ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মিতুল শাহ। তাঁর কথায়, ‘‘ভারতে পিক্সল ফোনের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই কারণেই এখানে অনলাইন স্টোর খোলা হল। আমাদের থেকে সরাসরি এই ফোন কিনলে সহজ কিস্তিতে টাকা দিতে পারবেন গ্রাহক। পিক্সেলের পাশাপাশি আরও কিছু গ্যাজেট এর মাধ্যমে বিক্রি করা হবে।’’
সদ্য চালু করা অনলাইন স্টোরে ‘পিক্সল প্রাইস প্রমিজ়’ নামের একটি স্কিম চালু করেছে গুগ্ল। মার্কিন টেক জায়ান্ট সংস্থাটির দাবি, তাদের স্টোরের চেয়ে সস্তা দামে আর কেউ পিক্সেল ফোন বিক্রি করতে পারবে না। যদি কোনও গ্রাহক কম দরে কোথাও এই ফোন পেয়ে যান, তা হলে ওই দামের সঙ্গে সামঞ্জস্য রেখে আংশিক অর্থ ফেরত দেবে সংশ্লিষ্ট সংস্থা।
অনলাইন স্টোরে ইতিমধ্যেই পিক্সেল ফোনের দামে মেগা অফারের কথা ঘোষণা করেছে গুগ্ল। পিক্সেল ৯ প্রো ফোল্ডের সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপি (ম্যাক্সিমাম রিটেল প্রাইস) ১ লক্ষ ৭২ হাজার ৯৯৯ টাকা রয়েছে। মার্কিন টেক জায়ান্ট সংস্থার অনলাইন স্টোরে সেটি ১ লক্ষ ৬২ হাজার ৯৯৯ টাকায় পাবেন গ্রাহক। এ ছাড়া পিক্সেল ৯ প্রো এবং পিক্সেল ৯-এর দাম ছাড় দিয়ে ৯৯ হাজার ৯৯৯ টাকা ও ৭৪ হাজার ৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এগুলির এমআরপি রয়েছে যথাক্রমে ১ লক্ষ ৯ হাজার ৯৯৯ টাকা এবং ৭৯ হাজার ৯৯৯ টাকা।
গুগ্লের নিজস্ব অনলাইন স্টোর থেকে পিক্সেল ৮ প্রো এবং পিক্সেল ৮-এর মতো ফোন সস্তায় কিনতে পারবেন ব্যবহারকারীরা। ছাড় দিয়ে এই দু’টি ফোনের বিক্রয়মূল্য ৬২ হাজার ৯৯৯ টাকা ও ৩৪ হাজার ৯৯৯ টাকা রেখেছে এই বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট। এগুলির সর্বোচ্চ খুচরো মূল্য ৯৯ হাজার ৯৯৯ টাকা এবং ৪৯ হাজার ৯৯৯ টাকা বলে ধার্য রয়েছে।
গুগ্লের স্টোরে উচ্চমূল্যের পিক্সেল ফোন মাসিক কিস্তিতে কেনার সুযোগ থাকছে। এর জন্য গ্রাহককে আলাদা করে কোনও খরচ করতে হবে না। ১৫টি ব্যাঙ্কের মাধ্যমে এই কিস্তির সুবিধা পাবেন তাঁরা। ব্যবহারকারী গুগ্ল স্টোর এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে তাঁর কাছে থাকা পুরনো ডিভাইস বিনিময় করতে পারবেন। ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই-সহ অন্যান্য ডিজিটাল পদ্ধতিতে ফোন কেনার খরচ মেটানো যাবে।