Advertisement
১৬ এপ্রিল ২০২৪

দোকানের চার্জ মকুব দু’হাজার পর্যন্ত লেনদেনে

কার্ড-সহ কিছু ডিজিটাল লেনদেনে দু’হাজার টাকা পর্যন্ত দেওয়া-নেওয়ার চার্জ (মার্চেন্ট ডিসকাউন্ট রেটস বা এমডিআর) ব্যাঙ্কগুলিকে মিটিয়ে দেবে কেন্দ্রই। ফলে ব্যবসায়ী বা ব্যাঙ্কের উপর এই বোঝা আর থাকবে না।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ০২:৫৬
Share: Save:

কার্ড-সহ কিছু ডিজিটাল লেনদেনে দু’হাজার টাকা পর্যন্ত দেওয়া-নেওয়ার চার্জ (মার্চেন্ট ডিসকাউন্ট রেটস বা এমডিআর) ব্যাঙ্কগুলিকে মিটিয়ে দেবে কেন্দ্রই। ফলে ব্যবসায়ী বা ব্যাঙ্কের উপর এই বোঝা আর থাকবে না। পয়েন্ট অব সেল যন্ত্রে কার্ড ঘষে কেনাকাটার জন্য দোকানগুলিকে এই টাকা ব্যাঙ্কের কাছে জমা দিতে হয়। আপাতত কেন্দ্রই তা বহন করবে বলে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতেই এই উদ্যোগ বলে তাদের দাবি।

বৈঠকের পরে তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানান, আগামী ১ জানুয়ারি থেকে দু’বছরের জন্য ওই সুবিধা পাওয়া যাবে। যা প্রযোজ্য হবে ডেবিট কার্ড, ভীম ইউপিআই অ্যাপ এবং আধারের মাধ্যমে করা লেনদেনগুলির ক্ষেত্রে। এ জন্য কেন্দ্রের ঘর থেকে যাবে প্রায় ২,৫১২ কোটি টাকা।

উল্লেখ্য, সম্প্রতি ঋণনীতিতে ব্যাঙ্কগুলিকে এমডিআরের হার ছোট ও বড় ব্যবসায়ীদের জন্য আলাদা করার দাওয়াই দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। বছরে ২০ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসায় তার ঊর্ধ্বসীমা লেনদেন পিছু ২০০ টাকা। ব্যবসা তার বেশি হলে ওই অঙ্ক ১০০০ টাকা। তার পরেই তাঁদের খরচ দ্বিগুণ হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন খুচরো ব্যবসায়ীরা।

প্রসাদ জানান, ডেবিট কার্ড থাকলেও, বহু ক্ষেত্রে কম অঙ্কের লেনদেনে মানুষ নগদে টাকা মেটানো পছন্দ করেন। অথচ দেখা যায় ওই ছোট লেনদেনই মোট লেনদেনের অনেকটা জুড়ে থাকে। তাই সেই সব মানুষকে ডিজিটাল পরিষেবার আওতায় আনতেই এই উদ্যোগ।

আরও পড়ুন: বুথ ফেরত সব সমীক্ষায় গেরুয়া রাজ

এমডিআর কী?

এর পুরো নাম মার্চেন্ট ডিসকাউন্ট রেটস

পয়েন্ট অব সেল (পিওএস) যন্ত্রে কার্ড ঘষে কেনাকাটার জন্য দোকানগুলিকে এই টাকা ব্যাঙ্কের কাছে জমা দিতে হয়

ডেবিট কার্ড, ভীম ইউপিআই অ্যাপ এবং আধারের মাধ্যমে করা লেনদেনে এই চার্জ লাগে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MDR Merchant Discount Rates
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE