E-Paper

উত্তোলনের যন্ত্র, কয়লায় জিএসটি-তে কমতে পারে উৎপাদন, চিঠি গেল মন্ত্রীর কাছে

জটিলতা তৈরি করেছে কয়লায় জিএসটি বৃদ্ধিও। এতে তার হার ৫% থেকে বেড়ে ১৮% হওয়ায় উদ্বিগ্ন বিদ্যুৎ ক্ষেত্র, ইটভাটা শিল্প-সহ সংশ্লিষ্ট বিভিন্ন মহল। প্রশ্ন উঠছে, বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়লে তার চাপ শিল্প এবং সাধারণ মানুষের উপরে এসে পড়বে কি না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৩০
দাবি, কয়লা শিল্পে করের বোঝা কমবে।

দাবি, কয়লা শিল্পে করের বোঝা কমবে। —প্রতীকী চিত্র।

তেল-গ্যাস (পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং কোল বেড মিথেন গ্যাস) উৎপাদনের যন্ত্রপাতিতে আগে ছিল ১২% জিএসটি। আগামী ২২ সেপ্টেম্বর থেকে বসবে ১৮%। সংশ্লিষ্ট মহলের দাবি, এতে দেশে সেগুলি উৎপাদনের খরচ বাড়বে। মোদী সরকার যখন জ্বালানির আমদানি নির্ভরতা কমাতে দেশীয় উৎপাদনে জোর দিচ্ছে, তখন সেই কর্মকাণ্ড বাড়ানোর প্রক্রিয়াগত খরচ বৃদ্ধি বাস্তবে উৎপাদন কমিয়ে আরও বেশি আমদানিমুখী করবে দেশকে। সম্প্রতি এই আশঙ্কার কথা জানিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিংহ পুরীকে চিঠিও দিয়েছে বণিকসভা ফিকি। ওই সব যন্ত্রপাতিতে কর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে।

জটিলতা তৈরি করেছে কয়লায় জিএসটি বৃদ্ধিও। এতে তার হার ৫% থেকে বেড়ে ১৮% হওয়ায় উদ্বিগ্ন বিদ্যুৎ ক্ষেত্র, ইটভাটা শিল্প-সহ সংশ্লিষ্ট বিভিন্ন মহল। প্রশ্ন উঠছে, বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়লে তার চাপ শিল্প এবং সাধারণ মানুষের উপরে এসে পড়বে কি না। অন্য দিকে, করোনার ধাক্কা কাটিয়ে সবে ঘুরে দাঁড়াতে শুরু করা ইটভাটাগুলিও ফের বিপাকে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন বহু ভাটা-মালিক। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন তাঁরা।

তবে কয়লা ব্যবহারকারীদের সংগঠন ‘কোল কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’-র সেক্রেটারি জেনারেল শুভশ্রী চৌধুরীর দাবি, কয়লায় জিএসটি বাড়লেও ক্ষতিপূরণ সেস তুলে নেওয়া হয়েছে। তা ছিল টন প্রতি ৪০০ টাকা। কেন্দ্রও বলছে, আখেরে কয়লা শিল্পে করের বোঝা কমবে। বিদ্যুৎ উৎপাদকেরা উপকৃত হবে খরচ কমায়। শুভশ্রী বলেন, “যে সব বিদ্যুৎ সংস্থাকে উঁচু মানের কয়লা ব্যবহার করতে হয়, তাদের ক্ষেত্রে উৎপাদন খরচ কিছুটা বাড়বে ঠিকই। ফলে কিছু ক্ষেত্রে বিদ্যুতের দামও বাড়তে পারে। তবে অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন সংস্থাই নিচু মানের কয়লা ব্যবহার করে। তাদের খরচ কমবে। অন্যান্য যে সব শিল্প কয়লা ব্যবহার করে, সেস উঠে যাওয়ার ফলে ওই খাতে খরচ কমার কথা তাদেরও।’’

আশঙ্কা

তেল-গ্যাস উৎপাদনের যন্ত্রে কর বৃদ্ধি দেশীয় উৎপাদনে লগ্নির পথে কাঁটা হতে পারে।

কেন্দ্র জ্বালানিতে আমদানি নির্ভরতা কমাতে চাইলেও, দেশে উৎপাদনের খরচ বাড়লে আখেরে আমদানিই বেশি হবে।

কয়লার বর্ধিত জিএসটিতে কিছু ক্ষেত্রে খরচ বাড়বে বিদ্যুৎ উৎপাদনের।

খরচ বৃদ্ধির জেরে বিপাকে পড়তে পারে ইটভাটাও।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

GST coal

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy