Advertisement
১১ মে ২০২৪

ভারতে ফোন তৈরি করতে কেন্দ্রের কাছে সুবিধা চায় অ্যাপল

ভারতে কারখানা গড়ার জন্য আর্থিক সুবিধা ও করছাড় পেতে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাপল।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৬ ০২:২৮
Share: Save:

ভারতে কারখানা গড়ার জন্য আর্থিক সুবিধা ও করছাড় পেতে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাপল। সংশ্লিষ্ট সূত্রে খবর, এ জন্য ইতিমধ্যেই রাজস্ব, শিল্প নীতি ও উন্নয়ন এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি দফতরে চিঠি পাঠিয়েছে তারা।

বর্তমানে ভারতে বৈদ্যুতিন পণ্য তৈরিতে বেশ কিছু সুবিধা দেয় কেন্দ্র। বিশেষ আর্থিক অঞ্চলে পণ্য উৎপাদনে দেওয়া হয় ভর্তুকিও। এ অবস্থায় ভারতে ফোন তৈরির লক্ষ্যে ঝাঁপাচ্ছে অ্যাপল। বিশ্বের ছ’টি দেশে অ্যাপলের কারখানা রয়েছে। ভারতেও সম্প্রতি নিজস্ব বিপণি খুলতে সায় পেয়েছে তারা। ২০১৫-’১৬ অর্থবর্ষে দেশে আই ফোন বিক্রি বেড়েছে ৫০%। সংস্থার কর্ণধার টিম কুক সম্প্রতি মন্তব্য করেন, এত দিন ভারতে মোবাইল পরিষেবার নানা ক্ষেত্রে পরিকাঠামোয় ঘাটতি ছিল। কিন্তু ফোরজি পরিকাঠামোয় বিপুল লগ্নি করছে বিভিন্ন সংস্থা। তাঁর আশা, এর হাত ধরে এখানে আই ফোন বিক্রি আরও বাড়বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Apple India market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE