E-Paper

ইথানলেই চলবে নতুন গাড়ি, ঘোষণা মন্ত্রীর

বিশ্ব বাজারে অশোধিত তেলের অন্যতম আমদানকারী দেশ ভারত। সেই খরচে রাশ টানতে পেট্রলে ইথানল মেশানোর পথে হাঁটছে কেন্দ্র। লক্ষ্য, ২০২৪-২৫ সালের মধ্যে ইথানলের ভাগ ২০ শতাংশে নিয়ে যাওয়া।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ০৮:৪৪
Nitin Gadkari.

সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। —ফাইল চিত্র।

পেট্রলে ইথানল মিশিয়ে সেই জ্বালানি দিয়ে গাড়ি দীর্ঘ দিনই চলছে দেশের রাস্তায়। এ বার পুরোদস্তুর ইথানলচালিত গাড়ি আনার পরিকল্পনা করছে কেন্দ্র। সম্প্রতি সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী বলেন, আগামী দিনে এমন গাড়ি আনা হবে। বজাজ, টিভিএস, হিরো স্কুটারের মতো সংস্থার গাড়ি ১০০% ইথানলে চলবে।

বিশ্ব বাজারে অশোধিত তেলের অন্যতম আমদানকারী দেশ ভারত। সেই খরচে রাশ টানতে পেট্রলে ইথানল মেশানোর পথে হাঁটছে কেন্দ্র। লক্ষ্য, ২০২৪-২৫ সালের মধ্যে ইথানলের ভাগ ২০ শতাংশে নিয়ে যাওয়া।

গডকড়ী জানান, এই লক্ষ্যে অগস্টে টয়োটার ক্যামরি গাড়িও বাজারে আনা হবে। যা শুধু ১০০% ইথানলে চলবে তা-ই নয়। সেটিতে ৪০% বিদ্যুৎও উৎপাদন হবে। মন্ত্রীর দাবি, ‘‘বর্তমানে ইথানলের দাম লিটারে ৬০ টাকা। সেখানেই পেট্রলের ১২০ টাকা। এই গাড়ি যে ৪০% বিদ্যুৎ উৎপন্ন হবে, তাতে আসলে তেলের খরচ দাঁড়াবে লিটারে ১৫ টাকা।’’‌

সংশ্লিষ্ট মহলের অবশ্য মতে, বৈদ্যুতিক এবং প্রাকৃতিক গ্যাসে (সিএনজি) চালিত গাড়িতে জোর দেওয়ার কথা আগেই বলেছে মোদী সরকার। কিন্তু দেশের বেশিরভাগ জায়গাতেই তার পরিকাঠামো সম্পূর্ণ নয় বা তৈরিই হয়নি। সংস্থাগুলিকেও এঞ্জিনে প্রয়োজনীয় বদল আনতে হচ্ছে। ফলে তাদের লগ্নি বাড়াতে হচ্ছে। এর মধ্যে আবার এখন আবার পুরোপুরি ইথানলচালিত গাড়ি আনার কথা শোনালেন মন্ত্রী। আদতে তা কত দিনে আসে, সেটাই এখন দেখার।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Nitin Gadkari India car

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy