বিশ্ব জুড়ে শুল্ক যুদ্ধের আবহের মধ্যেই মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করেছে ভারত এবং ব্রিটেন। চুক্তি অনুযায়ী, ব্রিটেনে পাঠানো ৯৯% পণ্যে শূন্য আমদানি শুল্কের সুবিধা পাবেন ভারতীয় রফতানিকারীরা। আবার হুইস্কি, জিন, গাড়ি-সহ ব্রিটেনের ৯০% পণ্যের শুল্ক পর্যায়ক্রমে নামিয়ে আনবে ভারত। সরকারি সূত্রের বক্তব্য, দ্রুত চুক্তি চূড়ান্ত করার উদ্দেশ্যে দু’পক্ষই নিজেদের কয়েকটি করে দাবি ত্যাগ করেছে। তবে শিল্প মহলের দাবি, শ্রমনিবিড় পণ্য রফতানিতে প্রতিযোগী দেশগুলির তুলনায় কয়েক ধাপ এগিয়ে থাকার সুবিধা পাবে ভারত।
বাণিজ্য আলোচনার সময়ে নয়াদিল্লি দাবি তুলেছিল, এ দেশের পড়ুয়ারা ব্রিটেনে উচ্চশিক্ষার শেষে যাতে কিছুটা সময়ের জন্য কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারে, সে কথা মাথায় রেখে তাঁদের জন্য ভিসা মঞ্জুর করুক লন্ডন। আবার ব্রিটেনের দীর্ঘদিনের দাবি, আইন ব্যবসার দরজা খুলুক ভারত। যা নিয়ে আপত্তি রয়েছে এ দেশের আইনজীবী মহলের। সূত্রের খবর, বাণিজ্য বৈঠকে দুই দেশই মেনে নিয়েছে যে, এই ধরনের স্পর্শকাতর ক্ষেত্রগুলিকে বাদ রেখে আলোচনা না করলে চুক্তি করতে আরও দেরি হবে। এক সরকারি কর্তা বলেন, ‘‘দু’দেশই একে অপরের স্পর্শকাতর দিকগুলিকে সম্মান জানিয়েছে। শিক্ষান্তে কাজের ভিসা ব্রিটেনে রাজনৈতিক ভাবে স্পর্শকাতর। আবার আইনের ক্ষেত্রটি ভারতে। আমরা দু’টিকেই আলোচনার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’’
শিল্প মহল চুক্তি নিয়ে মোটামুটি সন্তুষ্ট। রফতানিকারীদের সংগঠন ফিয়ো-র সভাপতি এস সি রালহানের বক্তব্য, কাপড়, পোশাক, চর্ম-সহ শ্রমনিবিড় ক্ষেত্রগুলি বিপুল সুবিধা পাবে। ব্রিটেনে তাদের পাঠানো পণ্যের শুল্ক শূন্যের কাছে নামবে। ফলে ওই বাজারে দামের সুবিধা পাবে তারা। এগিয়ে থাকতে পারবে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো দেশের থেকে। বস্ত্র
রফতানিকারীদের সংগঠন এইপিসি-র সহ-সভাপতি এ শক্তিভেল বলেন, ‘‘এই চুক্তি দীর্ঘমেয়াদি বৃদ্ধির সুবিধা দেবে। যা লগ্নি টানতে সাহায্য করবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)