আগামী এক বছরে ভারতের শেয়ার বাজার চোখে পড়ার মতো উঠবে, জানাল আন্তজার্তিক উপদেষ্টা গোল্ডম্যান-স্যাক্স। পূর্বাভাস, ২০২৬-এর শেষে নিফ্টি ছোঁবে ২৯,০০০। যে কারণে শেয়ারের মূল্যায়ন বাড়িয়েছে তারা। আগে ছিল ‘নিউট্রাল’ (বাজার সে ভাবে পড়বে কিংবা উঠবে না)। বাড়িয়ে করেছে ‘ওভারওয়েট’ (উঠবে দ্রুত গতিতে)। তবে বিশেষজ্ঞদের দাবি, বৃদ্ধির পথে কাঁটাও বিস্তর।
কেন বাড়বে বাজার? গোল্ডম্যানের সমীক্ষায় দাবি, এর কারণ এ দেশে শিল্পের আয় বৃদ্ধি এবং আর্থিক বৃদ্ধিতে গতি আনার নানা পদক্ষেপ। যেমন, আয়কর এবং জিএসটির হার কমানো। এগুলি চাহিদা বাড়াতে সাহায্য করবে। রিজ়ার্ভ ব্যাঙ্কও সুদ কমিয়ে, নগদের জোগান বাড়িয়ে সেই পথ চওড়া করছে। যা শেয়ারের দামকে দ্রুত ঠেলে তোলার জ্বালানি। বিদেশি লগ্নি সংস্থাগুলি ভারতে শেয়ার বেচলেও সূচকের উত্থানে বড় ভূমিকা নিচ্ছে দেশীয় সংস্থার পুঁজি।
যদিও বিশেষজ্ঞ আশিস নন্দীর মতে, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং আমেরিকার শুল্ক উত্থানের পথে বড় বাধা। আমেরিকা সুদ না কমালে আরও লগ্নি সরে যেতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)