আফ্রিকার কৃষি ক্ষেত্রে বড় মাপের লগ্নি করছে ভারতের এমবি ইন্টারন্যাশনাল। মিশরে ৩৩ হাজার একরের মতো জমি অধিগ্রহণ করে ডাল ও শাক-সব্জি চাষ শুরু করার লক্ষ্যে ৫ হাজার কোটি টাকা ঢালতে চায় তারা।
সংস্থা সূত্রের খবর, ৫০ বছরের জন্য মিশর সরকার তাদের ওই জমি লিজ দেবে বলে জানিয়েছে। পরে তার মেয়াদ বাড়ানোও যাবে। প্রসঙ্গত, এমবি গত ২৮ বছর ধরে এখানে বস্ত্র ব্যবসায় যুক্ত। সংস্থার ডিরেক্টর সঞ্জয় ই কুশলানি বলেন, ‘‘মিশরে কৃষি-ব্যবসায় বিপুল সুযোগ রয়েছে। এই মেগা প্রকল্পের জন্য সব ছাড়পত্রই আগামী মাসের মধ্যে আমাদের হাতে এসে যাবে।’’
মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাতা এল-সিসি ১০ লক্ষ একর পতিত জমি চাষের উপযুক্ত করে তোলার যে- প্রকল্প হাতে নিয়েছেন, তাতে সামিল হয়েছে এমবি। তার আওতাতেই ওই ৩৩ হাজার একর সংস্থার হাতে আসবে বলে জানান সঞ্জয়। তাঁর দাবি, এই প্রথম কোনও ভারতীয় সংস্থা মিশরে কৃষি ক্ষেত্রে লগ্নি করছে। পাশাপাশি, মিশরে কোনও ভারতীয় সংস্থা এর আগে এত বেশি লগ্নিও করেনি। অত্যাবশ্যক খাদ্য সামগ্রী কিনতে আমদানির উপর অত্যধিক নির্ভরতা কমাতেই প্রেসিডেন্ট সিসি গত বছরের জুনে ক্ষমতায় আসার পরে পতিত জমি পুনরুদ্ধারের ওই প্রকল্প হাতে নেন। মিশরে ৪ শতাংশেরও কম জমি চাষযোগ্য। এমবি ডাল, তিল, টম্যাটো, পেঁয়াজ এবং অন্যান্য সব্জি চাষের পরিকল্পনা করেছে।