Advertisement
০৫ মে ২০২৪

এপ্রিলে সঙ্কুচিত শিল্প

দু’মাস বৃদ্ধির মুখ দেখার পরে ফের তলিয়ে গেল দেশের শিল্পোৎপাদন। শুক্রবার সরকারি পরিসংখ্যান জানাল, এপ্রিলে তা সরাসরি কমেছে ০.৮%। ফলে রিজার্ভ ব্যাঙ্কের কাছে সুদ কমানোর দাবি ফের জোরালো হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

নয়াদিল্লি
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ১১ জুন ২০১৬ ০৯:১১
Share: Save:

দু’মাস বৃদ্ধির মুখ দেখার পরে ফের তলিয়ে গেল দেশের শিল্পোৎপাদন। শুক্রবার সরকারি পরিসংখ্যান জানাল, এপ্রিলে তা সরাসরি কমেছে ০.৮%। ফলে রিজার্ভ ব্যাঙ্কের কাছে সুদ কমানোর দাবি ফের জোরালো হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। চলতি সপ্তাহেই যে হার অপরিবর্তিত রাখার কথা জানিয়েছেন শীর্ষ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন। প্রসঙ্গত, জানুয়ারিতে শেষ বার ১.৬% কমেছিল শিল্পোৎপাদন।

পরিসংখ্যান বলছে, মূলত উৎপাদন শিল্প ৩.১% সঙ্কুচিত হওয়ার জেরেই এপ্রিলে শিল্পোৎপাদন কমেছে। উৎপাদন কমেছে মূলধনী পণ্যের (২৪.৯%)। চাহিদা কমার প্রভাব পড়েছে সামগ্রিক ভোগ্যপণ্য উৎপাদনেও। তবে এরই মধ্যে দীর্ঘ দিন ধরে ব্যবহারের ভোগ্যপণ্যের উৎপাদন বেড়েছে ১১.৮%। কিছুটা ভাল করেছে বিদ্যুৎ (১৪.৬%) এবং খনন শিল্পও (১.৪%)।

শিল্প সঙ্কোচনে হতাশা প্রকাশ করে চাহিদা বাড়ানোর জন্য কেন্দ্রকে সংস্কারের পথে আরও বেশি করে পদক্ষেপ করার আর্জি জানিয়েছে শিল্পমহল। গত কয়েক মাসে ঘোষিত পরিকল্পনা কার্যকর হলে উৎপাদন শিল্পের হাল কিছুটা ফিরবে বলেও ধারণা তাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Industry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE