বিশ্ববঙ্গ সম্মেলনে রাজ্য আমন্ত্রণ জানিয়েছে ইতালিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, চর্ম, বস্ত্র, অলঙ্কার শিল্পে ইতালি বিখ্যাত। তাই তিনি চান, ইতালির সঙ্গে রাজ্যের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হোক। মঙ্গলবারই নবান্নে মমতার সঙ্গে দেখা করেন ইতালির কনসাল জেনারেল ডোমিয়ানো ফ্র্যাঙ্কোভিজ। নবান্ন থেকে বেরিয়ে যাওয়ার সময়ে মুখ্যমন্ত্রী জানান, এটি একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎকার। প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী রোম সফরে যাচ্ছেন। ইতালি সরকার, খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদের যৌথ উদ্যোগে ভ্যাটিকান শহরের কাছে পশ্চিমবঙ্গের বালুচরি, মসলিন, ডোকরা ও শীতলপাটি নিয়ে টানা এক মাসের প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে।