গ্রাহকদের আরও ডেটাযুক্ত ইন্টারনেট পরিষেবা দিতে ‘জিয়ো সেলিব্রেশন প্যাক’ অফার আনল রিলায়েন্স জিয়ো কর্তৃপক্ষ। এই অফারে রোজ ২ জিবি ডেটা বিনামূল্যে পাবেন জিয়ো গ্রাহকরা। আগামী ১৭ মার্চ পর্যন্ত এই অফার পাওয়ার জন্য আবেদন করতে পারবেন গ্রাহকরা।
তবে সেলিব্রেশন প্যাকের অফারটি কেবলমাত্র জিয়ো প্রাইম গ্রাহকদের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে এই অফারটির মাধ্যমে শুধু ডেটা ছাড়া অন্য কোনও রকম সুবিধা পাওয়া যাবে না। কেবল মাইজিয়ো অ্যাপের মাধ্যমেই এই সুবিধা পাওয়া যাবে বলে জিয়োর তরফ থেকে জানানো হয়েছে।
কী ভাবে পাবেন এই অফার?
এই অফার পেতে প্রথমেই নিজের স্মার্টফোনে ডাউনলোড করতে হবে ‘মাইজিয়ো’ অ্যাপ। তারপর নিজের জিয়ো নম্বরের মাধ্যমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার সম্পূর্ণ হলে ‘মাই প্ল্যান’ অপশনে গিয়ে সিলেক্ট করতে হবে ‘কারেন্ট প্ল্যান’-এ। সেখান থেকেই জানা যাবে সেলিব্রেশন প্যাক অ্যাক্টিভ আছে কি না।
আরও পড়ুন: অবশেষে বেতন দেওয়া শুরু বিএসএনএলে