ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস-এর ১০ শতাংশ অংশীদারি হাতে নিল কেকেআর অ্যান্ড কোং। কেকেআর এশিয়ান ফান্ড টু-এর মাধ্যমে এই লগ্নি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংস্থাটি। তবে এ জন্য বিনিয়োগের অঙ্ক নিয়ে মুখ খোলেনি সংস্থাটি। যদিও সংশ্লিষ্ট মহলের মতে, ম্যাক্স ফিনান্সিয়ালের বর্তমান বাজার মূল্য (মার্কেট ক্যাপিটালাইজেশন) ১৩৫ কোটি ডলার (প্রায় ৯,০৪৫ কোটি টাকা)। সেই হিসাবে ১০ শতাংশ শেয়ারের দর হবে ১৪ কোটি ডলার (প্রায় ৯৩৮ কোটি টাকা)।
ম্যাক্স গোষ্ঠীর প্রতিষ্ঠাতা অনলজিৎ সিংহ-সহ বেশ কিছু লগ্নিকারীর থেকে ওই শেয়ার কিনবে কেকেআর। উল্লেখ্য, বর্তমানে দেশের চতুর্থ বৃহত্তম বেসরকারি জীবনবিমা সংস্থা ম্যাক্স লাইফের ৭২ শতাংশ মালিকানাই রয়েছে ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেসের হাতে। গত মাসেই নিজেদের ব্যবসা শেয়ার বাজারে নথিভুক্ত তিনটি আলাদা সংস্থায় ভাগ করেছে ম্যাক্স গোষ্ঠী। ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস, ম্যাক্স ইন্ডিয়া (হেল্থকেয়ার ও হেল্থ ইনশিওরেন্স ব্যবসা) এবং ম্যাক্স ভেঞ্চার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (প্যাকেজিং শিল্পের ফিল্ম তৈরির ব্যবসা)।
বর্তমানে ভারতে মাত্র ৩.৭ শতাংশ মানুষের জীবনবিমা রয়েছে। চিন ও হংকংয়ের মতো দেশের তুলনায় যা অনেকটাই কম। এই অবস্থায় দেশের বাজারে ভবিষ্যতে ব্যবসা বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে বলেই মনে করছে কেকেআর। বিশেষ করে মানুষের সঞ্চয়ের ক্ষমতা বৃদ্ধি এবং ভারতের প্রায় ১৩০ কোটি জনসংখ্যার বয়স বাড়ছে, ফলে জীবনবিমায় লগ্নির সম্ভাবনাও বাড়বে বলে সংস্থার দাবি।
প্রসঙ্গত, পুরনো আইন অনুযায়ী কোনও বিমা সংস্থার বিদেশি অংশীদার ২৬ শতাংশের বেশি শেয়ার হাতে রাখতে পারত না। কিন্তু সম্প্রতি আইন সংশোধন করে তা ৪৯ শতাংশ করা হয়েছে। তার পর থেকেই ভারতে লগ্নিতে আগ্রহ দেখিয়েছে বেশ কিছু বিদেশি সংস্থা। এই শেয়ার কেনার পরই ভারতের জীবনবিমার বাজারে বিনিয়োগকারী বিদেশি সংস্থার সেই তালিকায় যুক্ত হবে কেকেআর-এর নাম। এই তালিকায় ইতিমধ্যেই রয়েছে সিঙ্গাপুরের টিমাসেক হোল্ডিংস, কানাডার সান লাইফ ফিনান্সিয়াল এবং জাপানের লিপ্পন লাইফ ইনশিওরেন্স।