Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দাম বাড়ছে এলপিজির

দিল্লিতে রান্নার গ্যাসের দাম বাড়ছে ৩২ টাকা। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, সিলিন্ডারের মূল দাম কমায় যতটা দাম বাড়ার আশঙ্কা ছিল, তা হয়নি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৭ ০২:৪০
Share: Save:

জিএসটি-র জেরে পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্যে বাড়ছে রান্নার গ্যাসের দাম।

ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, জুনের চেয়ে জুলাইয়ে কলকাতায় ইন্ডেন-এর গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১৩.৫০ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ৫ টাকা। দিল্লিতে রান্নার গ্যাসের দাম বাড়ছে ৩২ টাকা। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, সিলিন্ডারের মূল দাম কমায় যতটা দাম বাড়ার আশঙ্কা ছিল, তা হয়নি।

মঙ্গলবার এ প্রসঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মক্তব্য, জিএসটি ‘হযবরল’ হয়ে গিয়েছে। অনেক কিছুর দাম বাড়ায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ইন্ডিয়ান অয়েল সূত্রের খবর, এ মাসে কলকাতায় তাদের গ্যাস সিলিন্ডারের দাম ৫৭০.৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫৮৪ টাকা। আগে অন্যত্র ভ্যাট (১ থেকে ৫%) থাকলেও পশ্চিমবঙ্গ, হরিয়ানা, উত্তরপ্রদেশে ছিল না। কিন্তু জিএসটি-তে সর্বত্রই ৫% কর চাপছে। বাণিজ্যিক সিলিন্ডারে কর ৫% থেকে বেড়ে হচ্ছে ১৮%।

কংগ্রেস মুখপাত্র অজয় মাকেন কর প্রত্যাহারের দাবি করেন। এ রাজ্যে ইন্ডেন ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিজনবিহারী বিশ্বাস জানান, ১৮% পরিষেবা কর বসেছে প্রথম সংযোগ নেওয়া বা রক্ষণাবেক্ষণের মতো পরিষেবার উপরেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GST LPG জিএসটি এলপিজি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE