Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বেতন নিয়ে মোদীকে চিঠি মুখ্যমন্ত্রীর

এ দিন মমতা বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে এ নিয়ে কড়া চিঠি দিয়েছি। কেন কিছু সংস্থা বন্ধ করে দেওয়া হচ্ছে, কেন কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না, তা জানতে চেয়েছি।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ছবি এএফপি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ছবি এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ০২:০৫
Share: Save:

মার্চের প্রায় অর্ধেক কেটে গেলেও আর্থিক সঙ্কটে এখনও ফেব্রুয়ারির বেতন না মেলায় বিএসএনএলের কর্মী-অফিসারদের ভোগান্তি বাড়ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএনএলের অবশ্য আশ্বাস, ২০ মার্চের মধ্যে বকেয়া বেতন মিলবে।

এ দিন মমতা বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে এ নিয়ে কড়া চিঠি দিয়েছি। কেন কিছু সংস্থা বন্ধ করে দেওয়া হচ্ছে, কেন কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না, তা জানতে চেয়েছি।’’

জম্মু ও কাশ্মীর, কেরল ও দিল্লিতে সংস্থাটির কর্পোরেট অফিসের কর্মীরা (সিএমডি-সহ পদস্থ কর্তারা বাদে) ছাড়া ফেব্রুয়ারির বেতন এখনও পাননি সংস্থাটির প্রায় দেড় লক্ষ স্থায়ী কর্মী-অফিসার। সব ধরনের চিকিৎসার খরচের অল্প কিছুটা সংস্থা দিলেও অন্য সহকর্মীদের মতো সংস্থাটির ওয়েস্ট বেঙ্গল সার্কলের কর্মী ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়েরও চিকিৎসার বিল ৭-৮ মাস ধরে বকেয়া রয়েছে। তাঁর স্ত্রীর দীর্ঘ দিন ধরে ডায়ালিসিস চলছে। তিনি বলেন, ‘‘বেতন না মেলায় সঞ্চয়ে হাত দিতে হচ্ছে। বকেয়া পড়ল ফ্ল্যাটের জন্য নেওয়া ঋণের কিস্তিও।’’

সঙ্কট বিএসএনএলে

• বাড়ছে লোকসান।
• মাসুল যুদ্ধে আয় কমছে।
• ফেব্রুয়ারির বেতন পাননি স্থায়ী কর্মীরা।
• ঠিকা কর্মীদের বেতনও অনিয়মিত।
• অনিয়মিত হয়েছে কর্মী ও অবসরপ্রাপ্তদের আর্থিক সুবিধা।

ইউনিয়নের দাবি

• কেন্দ্র সংস্থাটিকে রুগ্‌ণতার পথে ঠেলে দিচ্ছে।
• বারবার আর্জি জানিয়েও মেলেনি ৪জি স্পেকট্রাম।
• আর্থিক সমস্যায় ব্যাহত হচ্ছে পরিষেবা।
• এখনও পাওয়া যায়নি ব্যাঙ্ক ঋণ।

কর্তৃপক্ষের আশ্বাস

• ২০ মার্চের মধ্যে ফেব্রুয়ারির বেতন।
• ঋণের জন্য কেন্দ্রের তরফে সায়।

তাঁর সহকর্মী অনিন্দ্য সরকারেরও বাড়ির ঋণ বকেয়া পড়েছে। কর্মীদের শঙ্কা, কিস্তি বকেয়া পড়ার দায় চাপবে তাঁদের উপর। এ দিন অল ইউনিয়ন্স অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বিএসএনএলে (এইউএবি) রাজ্যের আহ্বায়ক অনিমেষ মিত্র জানান, এ সপ্তাহে বেতন না মিললে কর্মীরা আন্দোলনে নামবেন।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

অবশ্য বিএসএনএলের সিএমডি অনুপম শ্রীবাস্তব এ দিন জানিয়েছেন, ২০ মার্চের মধ্যে প্রায় ৮৫০ কোটি টাকার বকেয়া বেতন মেটানো হবে।

সংস্থা সূত্রের খবর, ফেব্রুয়ারিতে ‘মোবাইল নাম্বার পোর্টেবিলিটি’র মাধ্যমে কলকাতা ও ওয়েস্ট বেঙ্গল সার্কলে গ্রাহক হয়েছেন অন্য সংস্থার যথাক্রমে ২৩ হাজার ও ৬২ হাজার গ্রাহক। আর বিএসএনএলের নতুন সিমের সংযোগ নিয়েছেন যথাক্রমে প্রায় ৫৩ হাজার ও ২৭ হাজার গ্রাহক। কর্মী ইউনিয়নগুলির দাবি, কেন্দ্রের বঞ্চনায় সম্ভাবনাময় বাজার হারানোর শঙ্কায় রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Politics BSNL Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE