E-Paper

ইন্ডিগোর উড়ান ১০ শতাংশ কমানোর নির্দেশ ডিজিসিএ-র

সোমবারই রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু জানিয়েছিলেন, ইন্ডিগোর উড়ান-বিভ্রাট তথা অব্যবস্থার জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। মন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই ইন্ডিগো বিপর্যয়ের তদন্তে তৈরি হয়েছে চার সদস্যের বিশেষ কমিটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০৭:১৩
বিমানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইন্ডিগো সিইও পিটার এলবার্স।

বিমানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইন্ডিগো সিইও পিটার এলবার্স। ছবি: সমাজমাধ্যম থেকে নেওয়া।

ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে যাত্রী ভোগান্তির প্রেক্ষিতে গত কাল রাজ্যসভায় মুখ খুলেছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু। নিজের বক্তব্যে হাজার হাজার উড়ান বাতিলের নেপথ্যে সংস্থাটির ‘অভ্যন্তরীণ সঙ্কট’কেই দায়ী করেছিলেন মন্ত্রী। তাঁর সাফ বার্তা ছিল, ‘ওই সংস্থার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে, যা অন্যদের সামনেও উদাহরণ হয়ে থাকবে’। মন্ত্রীর দেখানো পথে হেঁটেই এ বার ইন্ডিগোর দৈনন্দিন উড়ানে রাশ টানল কেন্দ্র। জানা গিয়েছে, শীতের মরসুমে সংস্থার মোট উড়ান ১০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে বিমান নিয়ন্ত্রক সংস্থা তথা ডিজিসিএ।

স্বাভাবিক অবস্থায় দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে ইন্ডিগোর প্রায় ২,২০০টি উড়ান নিত্যদিন আকাশে ওড়ে। ডিজিসিএ-এর নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, উড়ান-বিভ্রাট পরবর্তী পরিস্থিতিতে ইন্ডিগোর মোট উড়ান সংখ্যা ১০ শতাংশ কমিয়ে দিয়ে, সেই ‘স্লট’ দেশের অন্য উড়ান সংস্থাগুলিকে দেওয়া হবে। জানা গিয়েছে, আগামিকাল, বুধবার উড়ানের সময়কাল সংক্রান্ত নতুন সূচি প্রকাশের কথা রয়েছে।

প্রসঙ্গত, সোমবারই রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু জানিয়েছিলেন, ইন্ডিগোর উড়ান-বিভ্রাট তথা অব্যবস্থার জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। মন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই ইন্ডিগো বিপর্যয়ের তদন্তে তৈরি হয়েছে চার সদস্যের বিশেষ কমিটি। জারি করা হয়েছিল কারণ দর্শানোর বিশেষ বিজ্ঞপ্তিও। যদিও সোমবারই সেই বিজ্ঞপ্তির জবাব দিয়েছে ইন্ডিগো। এ দিন ইন্ডিগোর সিইও পিটার এলবার্সের সঙ্গে বৈঠক সেরেছেন রামমোহন। বৈঠকের শেষে সিইও পিটার এলবার্স জানান, উড়ান পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। তিনি জানান, গত ৫ ডিসেম্বর সংস্থার মোট উড়ান সংখ্যা যেখানে ৭০০-র কাছাকাছি নেমে গিয়েছিল, সেখানে এ দিন প্রায় ১,৪০০-র বেশি উড়ান আকাশে ডানা মেলেছে। তাঁর কথায়, ‘‘পরিস্থিতি পুনরায় স্বাভাবিক করতে সংস্থার তরফে সার্বিক চেষ্টা করা হচ্ছে।’’

ইন্ডিগোর উড়ান-বিভ্রাট প্রসঙ্গে এ দিন মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এনডিএ জোটের বৈঠকে এ দিন মোদী বলেন, ‘‘আইন জনগণের উপর বোঝা হওয়া উচিত নয়, বরং আইন বা নিয়ম সব সময় তাঁদের সুবিধার জন্যই হওয়া উচিত।’’ প্রসঙ্গত, ইন্ডিগো বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যে দেশের ছ’টি উড়ান সংস্থা মোট ১৩,৯৮৯ জন পাইলটকে নিয়োগ করেছে বলে জানা গিয়েছে। খবর, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে যথাক্রমে ৬,৩৫০ এবং ১,৫৯২ জন পাইলটকে নিয়োগ করা হয়েছে। ইন্ডিগোয় নিয়োগ করা হয়েছে ৫,০৮৫ জনকে। পাশাপাশি, আকাশ এয়ার সংস্থায় ৪৬৬ জন এবং স্পাইস জেট-এ ৩৮৫ জন পাইলটকে নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indigo Airlines Indigo Flight Aviation Minister Aviation Ministry

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy