Advertisement
২৩ এপ্রিল ২০২৪

পথে নামার ডাক মমতার

বার্ন বন্ধের সিদ্ধান্তকে অবিচার তকমা দিয়ে, কিছুতেই তা মেনে নেওয়া হবে না বলে বৃহস্পতিবার জানান মমতা। বলেন, কেন্দ্রকে কড়া চিঠি পাঠিয়েছেন তিনি। দলকেও বলেছেন রাজনৈতিক ভাবে এর মোকাবিলা করতে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৫৫
Share: Save:

মুনাফায় ফিরে আসা বার্ন স্ট্যান্ডার্ড গোটাতে রেলের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে পথে নামার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই কথা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত কর্মী ইউনিয়নগুলিও। এ দিকে, সংশ্লিষ্ট সূত্রের খবর, সিদ্ধান্তটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটির কাছে পাঠানো হলেও, এখনও পর্যন্ত তাতে সায় মেলেনি। ২৮ ফেব্রুয়ারি ফের কমিটির বৈঠক হওয়ার কথা।

বার্ন বন্ধের সিদ্ধান্তকে অবিচার তকমা দিয়ে, কিছুতেই তা মেনে নেওয়া হবে না বলে বৃহস্পতিবার জানান মমতা। বলেন, কেন্দ্রকে কড়া চিঠি পাঠিয়েছেন তিনি। দলকেও বলেছেন রাজনৈতিক ভাবে এর মোকাবিলা করতে।

তৃণমূল সমর্থিত বার্ন স্ট্যান্ডার্ড ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি গোপাল ভট্টাচার্য বলেন, ‘‘ইউনিয়নের সভাপতি ও রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে ২৮ ফেব্রুয়ারি হাওড়া জেলা জুড়ে বিক্ষোভ সমাবেশ হবে।’’ বার্ন স্ট্যান্ডার্ডের চালু দু’টি কারখানার একটি হাওড়ায়।

বিএমএস নেতা ও বার্ন স্ট্যান্ডার্ড বাঁচাও কমিটির আহ্বায়ক অনিল সিংহ বলেন, ‘‘আশা করি মমতা ইতিবাচক ভূমিকা নেবেন।’’ এইচএমএস নেতা দিলবাগ সিংহ জানান, ‘‘মমতা রেলমন্ত্রী থাকার সময়েই অধিগৃহীত হয় বার্ন স্ট্যান্ডার্ড। তাই তিনি প্রতিবাদ করবেন, এটাই স্বাভাবিক।’’ সিটু নেতা ও পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী, আইএনটিইউসির তরফে হরজিৎ সিংহ ও আইএনটিটিইউসি-র বিনয় মিশ্রও মুখ্যমন্ত্রীর প্রতিবাদ আন্দোলনের পক্ষে মত দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE