চলতি বছরে বিভিন্ন দেশে বিপুল কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক প্রযুক্তি সংস্থাগুলি। যা নিয়ে এ বার আমেরিকার আইনসভার বিচার বিভাগ সংক্রান্ত কমিটির প্রশ্নের মুখে পড়ল তারা। কমিটির সদস্যদের প্রশ্ন, আমেরিকায় বিপুল সংখ্যক এইচ-১বি ভিসার আবেদন জানিয়ে সংস্থাগুলি কী ভাবে সেই দেশেরই কর্মদের ছাঁটাই করছে? আমেরিকার নাগরিকদের কর্মহানির পরিবর্তে কি বিদেশি পেশাদারেরা কাজের সুযোগ পাচ্ছেন? তাঁদের কি একই হারে বেতন দিচ্ছে সংস্থাগুলি? ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএসের সিইও কে কৃতীভাসানকে সম্প্রতি এমন ন’টি প্রশ্ন সম্বলিত চিঠি পাঠিয়েছেন আমেরিকার সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যান চার্লস গ্রাসলি। চিঠি গিয়েছে কগনিজ়্যান্ট, অ্যামাজ়ন, অ্যাপল, ডেলয়েট, গুগ্ল, জেপি মর্গ্যান চেস, মেটা, মাইক্রোসফট এবং ওয়ালমার্টের কাছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)