Advertisement
E-Paper

দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক ২৪শে

সহযোগী ব্যাঙ্কগুলিকে স্টেট ব্যাঙ্ক থেকে আলাদা করে দেওয়ার দাবিতে আগামী ২৪ জুন দেশ জুড়ে ব্যাঙ্ক শিল্পে ধর্মঘট ডেকেছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)। ওই একই দাবিতে আজ বৃহস্পতিবার ভারতীয় স্টেট ব্যাঙ্কের পাঁচটি সহযোগী ব্যাঙ্কে ধমর্ঘট ডাকা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ০২:১৩

সহযোগী ব্যাঙ্কগুলিকে স্টেট ব্যাঙ্ক থেকে আলাদা করে দেওয়ার দাবিতে আগামী ২৪ জুন দেশ জুড়ে ব্যাঙ্ক শিল্পে ধর্মঘট ডেকেছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)। ওই একই দাবিতে আজ বৃহস্পতিবার ভারতীয় স্টেট ব্যাঙ্কের পাঁচটি সহযোগী ব্যাঙ্কে ধমর্ঘট ডাকা হয়েছে।

আজ যে-সব ব্যাঙ্কে ধর্মঘট ডাকা হয়েছে, তার মধ্যে রয়েছে: স্টেট ব্যাঙ্ক অব বিকানের অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাঙ্ক অব হায়দরাবাদ, স্টেট ব্যাঙ্ক অব মহীশূর, স্টেট ব্যাঙ্ক অব ত্রিবাঙ্কুর এবং স্টেট ব্যাঙ্ক অব পাতিয়ালা।

এআইবিইএ-র সভাপতি রাজেন নাগরের অভিযোগ, ‘‘দীর্ঘ দিন ধরেই আমরা ওই সব সহয়োগীকে স্টেট ব্যাঙ্কের থেকে আলাদা করার দাবি জানাচ্ছি। কিন্তু স্টেট ব্যাঙ্ক কতৃর্পক্ষ এতে কণর্পাত করছেন না। তাই এ বার ধর্মঘটের পথে নামছি।’’ রাজেনবাবু আরও অভিযোগ করেন, ‘‘সহযোগী ব্যাঙ্কগুলিতে অফিসারদের গৃহঋণের ঊর্ধ্বসীমা বাড়ানো হলেও সাধারণ কর্মীদের বাড়ানো হয়নি। পাশাপাশি, কর্মরত অবস্থায় কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর নিকট আত্মীয়কে চাকরি দেওয়ার দাবিও স্টেট ব্যাঙ্ক মানছে না। এ সবের প্রতিবাদেই আন্দোলনে নেমেছি।’’

অবসরপ্রাপ্তদের দাবি। আন্দোলনে নেমেছেন বিভিন্ন ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মীরাও। বুধবার কলকাতায় ইউকো ব্যাঙ্কের সদর দফতরের সামনে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন। বেঙ্গল প্রভিন্সিয়াল রিটায়ার্ড ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি অমল ঘোষ বলেন, ‘‘পেনশন, পারিবারিক পেনশন এবং মহার্ঘ ভাতা বৃদ্ধি-সহ আরও কিছু দাবিতে আন্দোলনে নেমেছি। আগামী সপ্তাহেও বিক্ষোভ সমাবেশ করব।’’

bank strike SSBEA AIBEA State Sector Bank Employees Association money
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy