Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Nirmala Sitharaman

মার্চের মধ্যেই সারতে হবে আধার সংযুক্তি

পাশাপাশি নির্মলার বার্তা, ডিজিটাল নয় এমন আর্থিক লেনদেনে গ্রাহকদের নিরুৎসাহিত করতে উদ্যোগী হতে হবে ব্যাঙ্কগুলিকে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ছবি পিটিআই।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ছবি পিটিআই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ০৩:০০
Share: Save:

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং প্যান সংযোগের সময়সীমা পিছিয়েছে বারবার। কিন্তু এ বার সেই কাজ দ্রুত শেষ করার জন্য ব্যাঙ্কগুলিকে বার্তা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানালেন, ৩১ ডিসেম্বরের মধ্যে তা করতে পারলে ভাল। না-হলে আগামী ৩১ মার্চের মধ্যে সেই কাজ সারতেই হবে। একই সঙ্গে ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে খুচরো লেনদেন পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার (এনপিসিআই) প্রচার ও রুপে কার্ডের জনপ্রিয়তা বাড়ানোতেও জোর দিয়েছেন তিনি। নগদ নির্ভর অর্থনীতিতে বদল আনতে রুপে ডেবিট কার্ড চালু করেছিল এনপিসিআই।

মঙ্গলবার দেশের ব্যাঙ্কগুলির মঞ্চ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (আইবিএ) ৭৩তম বার্ষিক সাধারণ সভায় নির্মলা বলেন, ‘‘ব্যাঙ্কগুলিকে চেষ্টা করতে হবে যাতে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিটি অ্যাকাউন্টের সঙ্গে আধার ও প্যানের সংযোগ সম্পূর্ণ করা যায়। যদি সম্ভব না-হয়, তা হলে আগামী ৩১ মার্চের মধ্যে তা করতেই হবে।’’

পাশাপাশি নির্মলার বার্তা, ডিজিটাল নয় এমন আর্থিক লেনদেনে গ্রাহকদের নিরুৎসাহিত করতে উদ্যোগী হতে হবে ব্যাঙ্কগুলিকে। প্রয়োজনে প্রযুক্তি শেখার ব্যাপারে তাঁদের সাহায্য করতে হবে। মন্ত্রীর দাবি, ভারতে তৈরি রুপে কার্ড এখন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। তাই অ্যাকাউন্ট খোলার পরে শুরুতে গ্রাহকদের সেটি দিক ব্যাঙ্কগুলি। এনপিসিআই-কে দেশীয় ব্র্যান্ড হিসেবে প্রচারেও জোর দেন তিনি। এই পরামর্শকে ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির আরও একটি ধাপ বলে মনে করছেন অনেকে।

নির্মলার বার্তা

• আগামী ৩১ মার্চের মধ্যে অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ব্যাঙ্কগুলিকে।

• জোর দিতে হবে রুপে কার্ড, ডিজিটাল লেনদেন, এনপিসিআই-এর প্রচারে।

• ডিজিটাল নয় এমন লেনদেনে আমজনতাকে নিরুৎসাহিত করতে হবে।

এরই পাশাপাশি নির্মলা জানান, সংযুক্তির ফলে তৈরি হওয়া নতুন ব্যাঙ্কগুলিকে বড় হয়ে ওঠার চেষ্টা করতে হবে। অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের দাবি, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর লক্ষণ স্পষ্ট। ঋণ দেওয়া বাড়িয়ে তাকে সাহায্য করতে হবে ব্যাঙ্কগুলিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nirmala Sitharaman Pan Card Aadhar Card
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE