হোয়াটসঅ্যাপ ছাড়া আবার ফোন হয় নাকি! জিও গ্রাহকদের জন্য এ বার সেই সুখবরই নিয়ে এল সংস্থা। এ বার জিও ফোনে মিলবে হোয়াটসঅ্যাপের সুবিধা। এর আগে গ্রাহকদের তরফে অভিযোগ এসেছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা না থাকায় রীতিমতো অসুবিধায় পড়েছেন তারা।
এরপর ১৫ অগস্টেই রিলায়্যান্স জিও সংস্থা ঘোষণা করেছিল তাদের ফোনে মিলবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইউটিউবের সুবিধা। এ বার জিও ফোনে হোয়াটসঅ্যাপ যুক্ত হওয়ার কথা জানাল সংস্থা। মনসুন হাঙ্গামা অফারে মাত্র ৫০১ টাকায় পাওয়া গিয়েছিল জিও ফোন। কিন্তু তাতে হোয়াটসঅ্যাপ ছিল না।
সোমবার থেকেই জিও ফোনের অ্যাপ স্টোরে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার সুবিধা করে দেওয়া হয়েছে। জিও ফোন এবং জিও ফোন ২, এই দুই ধরনের মোবাইলের করা যাবে হোয়াটসঅ্যাপ ডাউনলোড। গ্রাহকদের কোনও অসুবিধা হলে তা সমাধানের জন্য ১৯৯১ নম্বরে হেল্পলাইনও চালু করেছে সংস্থা।