রাশিয়ার অন্যতম বৃহৎ দুই তেল সংস্থা রসনেফ্ট ও লুকঅয়েলের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। রসনেফ্টের শাখা সংস্থা সিজেএসসি ভাঙ্করনেফ্টে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি-র বৈদেশিক শাখা ওএনজিসি বিদেশের (ওভিএল) অংশীদারি রয়েছে। সূত্রের খবর, আমেরিকার নিষেধাজ্ঞার প্রভাব তাদের উপরে পড়বে কি না, তা জানার জন্য আইনি পরামর্শ নিচ্ছে তারা।
সংশ্লিষ্ট মহলের অবশ্য ব্যাখ্যা, রসনেফ্টের শাখা সংস্থাটি নিষেধাজ্ঞার তালিকায় পড়লেও সেখানে ওভিএলের অংশীদারি ৫০ শতাংশের কম। ফলে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি হওয়ার কথা নয়। তবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে চাইছে ওভিএল। অয়েল ইন্ডিয়া, ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোরিসোর্সেসেরও অংশীদারি রয়েছে রসনেফ্টের শাখা সংস্থাটিতে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে রাশিয়ার উপরে চাপ বাড়ানোর জন্য রসনেফ্ট এবং লুকঅয়েলের উপরে নিষেধাজ্ঞা চাপায় আমেরিকা।
ভাঙ্করনেফ্টে ওভিএলের ২৬% অংশীদারি রয়েছে। বাকি তিন ভারতীয় তেল উৎপাদক সংস্থার মিলিত অংশীদারি আরও ২৩.৯%। পড়ে থাকা ৫০.১% রসনেফ্টের হাতে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)