Advertisement
০৮ মে ২০২৪

হিন্দুস্তান পেট্রো-কে কিনতে চায় ওএনজিসি

গত বাজেটে দেশে তেল তোলাও বিপণনের যৌথ উদ্যোগ তৈরির প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ০৩:১০
Share: Save:

হিন্দুস্তান পেট্রোলিয়াম (এইচপিসিএল)-কে হাতে নিতে আগ্রহী ওএনজিসি। এ জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থাটির খরচ হতে পারে প্রায় ৪২,২৫৪ কোটি টাকা।

গত বাজেটে দেশে তেল তোলাও বিপণনের যৌথ উদ্যোগ তৈরির প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তারই সূত্র ধরে ভারত পেট্রোলিয়াম (বিপিসিএল) অথবা এইচপিসিএল-কে অধিগ্রহণ নিয়ে ভাবনা-চিন্তা করছিল উত্তোলন সংস্থা ওএনজিসি। কিন্তু বিপিসিএল কেনার খরচ প্রায় ৫৫,৮৮৫ কোটি টাকা হওয়ায়, সেই পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে তারা।

অন্য দিকে, এইচপিসিএলে কেন্দ্রের ৫১.১১% অংশীদারি কিনতে ওএনজিসি-র খরচ হওয়ার কথা ২৮,০০৬ কোটি টাকা। আর খোলা প্রস্তাব দিয়ে বাজার থেকে শেয়ার কিনতে হলে, ব্যয় হবে আরও ১৪,০০০ কোটি।

অবশ্য সংশ্লিষ্ট মহলের মতে, একই ছাদের তলায় তেল-গ্যাস তোলা ও বিপণন সংস্থা তৈরির কথা আগে ভাবা হলেও, তা থেকে সরে এসেছে কেন্দ্র। ফলে এইচপিসিএল কিনলে, তারা ওএনজিসি-র শাখা সংস্থা হিসেবেই কাজ করবে।

আরও পড়ুন: বিমানবন্দরে মধ্যাহ্নভোজ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE