Advertisement
২৩ এপ্রিল ২০২৪

আবু ধাবির তেল ক্ষেত্রে অংশীদারি ওভিএল জোটের

এই প্রথম কোনও ভারতীয় সংস্থার জোট সংযুক্ত আরব আমিরশাহির তেল ক্ষেত্রে লগ্নি করল।

সংবাদ সংস্থা
আবু ধাবি ও নয়াদিল্লি শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০৪
Share: Save:

সংযুক্ত আরব আমিরশাহিতে পা রাখল ওএনজিসি বিদেশ ও আরও দুই সংস্থাকে নিয়ে গড়া জোট।

সমুদ্রে তেল খননের জন্য আবু ধাবির সংস্থার ১০ শতাংশ অংশীদারি হাতে নিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি-র বৈদেশিক শাখা ওএনজিসি বিদেশ (ওভিএল), ইন্ডিয়ান অয়েল (আইওসি) এবং ভারত পেট্রোলিয়ামের একটি ইউনিট। এর জন্য ভারতীয় সংস্থাগুলি ঢেলেছে ৬০ কোটি ডলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আবু ধাবির যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের উপস্থিতিতে এই চুক্তিতে সই করেছে দু’দেশের সংস্থা।

সরকারি সূত্রের খবর, এই প্রথম কোনও ভারতীয় সংস্থার জোট সংযুক্ত আরব আমিরশাহির তেল ক্ষেত্রে লগ্নি করল। আবু ধাবির রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল অয়েল কোম্পানির চল্লিশ বছরের পুরনো তেলকূপ লোয়ার জাকুম কনশেসন-এর ১০ শতাংশ অংশীদারি নিল ভারতীয় সংস্থার এই জোট। সমুদ্রে অবস্থিত এই তেল ক্ষেত্রের উৎপাদন এই মুহূর্তে দিনে ৪ লক্ষ ব্যারেল বা বছরে ২ কোটি টন। ওভিএলের বিবৃতি অনুযায়ী এর মধ্যে ভারতীয় জোটের বরাদ্দ হবে বছরে প্রায় ২০ লক্ষ টন। সংযুক্ত আরব আমিরশাহির ভারতীয় দূতাবাসও জানিয়েছে নয়াদিল্লি এত দিন একতরফা ভাবে আবু ধাবির কাছ থেকে তেল কিনেছে। এ বার তারা লগ্নি করায় সেই সম্পর্কে বদল হল।

আগামী ২০২৫ সালের মধ্যে দিনে সাড়ে ৪ লক্ষ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে আবু ধাবির সংস্থাটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

OVL Abu Dhabi ONGC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE