Advertisement
E-Paper

প্যান কার্ড দেখালেই ৫০ হাজার টাকা ঋণ! কারা করতে পারবেন আবেদন?

প্যান কার্ড গ্রাহকরা ব্যাঙ্ক থেকে পেতে পারেন ৫০ হাজার টাকার ব্যক্তিগত ঋণ। তবে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে তাঁদের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৫:৩১
Personal Loan of Rs 50 thousand using your PAN card know the procedure

—প্রতীকী ছবি।

জীবনে যে কোনও সময়ে আসতে পারে আর্থিক সঙ্কট। হঠাৎ করে টাকার প্রয়োজন হলে আমজনতার অনেকেই দিশেহারা হয়ে পড়েন। এই ধরনের পরিস্থিতিতে অত্যন্ত কার্যকর হতে পারে ব্যক্তিগত ঋণ (পার্সোনাল লোন)। অনেকেই জানেন না শুধু মাত্র প্যান কার্ড দেখিয়ে ব্যাঙ্ক বা নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণে পাওয়ার রয়েছে সুযোগ। কী ভাবে তার আবেদন করতে হবে, এই প্রতিবেদনে রইল তার হদিস।

প্যান কার্ডে ৫০ হাজার টাকা ঋণ শুধু মাত্র ভারতীয় নাগরিকদেরই দিয়ে থাকে এ দেশের রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক। এ ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে হতে হবে। ছ’মাসের কাজের অভিজ্ঞতা এবং মাসে ১৫ হাজার টাকার বেশি আয় হলে তবেই এই ঋণ পাওয়ার যোগ্য হবেন তিনি। আবেদনকারী ক্রেডিট স্কোর অবশ্যই ৬০০-র বেশি হতে হবে।

প্যান কার্ডে ৫০ হাজার টাকা ঋণ নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হল, আবেদনকারী বাড়িতে বসেই এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। এর সুদের হার যথেষ্ট কম। গ্রাহকের ক্রেডিট স্কোর ভাল হলে সেখানে যথেষ্ট সুবিধা পাবেন তিনি। ফলে প্রতি মাসে ইএমআই বাবদ কম টাকা দিতে হবে তাঁকে।

এই ধরনের ব্যক্তিগত ঋণের টাকা নানা কাজে ব্যবহার করতে পারেন গ্রাহক। যার মধ্যে রয়েছে বড় কেনাকাটা, গৃহ সংস্কার বা চিকিৎসা সংক্রান্ত খরচ। ব্যক্তিগত ঋণ কোনও জমানতের বিপরীতে দেওয়া হয়। সুরক্ষিত ঋণের বিপরীতে এটি পেতে পারেন গ্রাহক।

Loan Bank Loan Personal Loan Interest Rate credit score PAN card
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy